মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেই ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত ২২টি শিশু রয়েছে। এ ঘটনাকে আঞ্চলিক রাজনীতির নতুন মোড় হিসেসে আখ্যা দেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে হাসপাতালসহ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে এই হামলা হয়েছে। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান এমন খবর দিয়েছে।
কিন্তু ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা বলছে, সকাল থেকে ইসরায়েলি বিমান হামলায় ৭০ জন নিহত হয়েছেন। যদিও কতজন নিহত হয়েছেন, তা এখন পর্যন্ত পরিষ্কার করে বলা যাচ্ছে না।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, এই হামলায় অন্তত ২২টি শিশুর প্রাণহানি ঘটেছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়, খান ইউনিসের কাছে একটি হাসপাতালে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। এতে মাটিতে বড় গর্ত তৈরি হয়েছে, হাসপাতালের আঙিনায় ফাটল ধরে গেছে।
আরও পড়ুন: গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত ৩৬
আন্তর্জাতিক সংবাদ সংস্থার ছবিতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত একটি বাসের পিছনের অংশ মাটির ভেতরে ঢুকে গেছে। আমরো তাবাস নামের একজন আলোকচিত্রি বলেন, ‘হাসপাতালের রোগী ও আহতরা ভয়ে দৌড়াতে শুরু করেন। শিশুরাও চিৎকার ও কান্নাকাটি করছিল হামলার সময়।’
হামাস নেতা মোহাম্মদ সিনওয়ার ওই হাসপাতালে অবস্থান করছিলেন বলে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম। এরআগে ২০২৪ সালে ইসরায়েলি হামলায় নিহত হন তার ভাই ইয়াহইয়া সিনওয়ার। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে।
অভিযানের ঘাঁটি হিসেবে হামাস বিভিন্ন হাসপাতাল ভবন ব্যবহার করছে বলে অভিযোগ করে আসছে ইসরায়েলি বাহিনী। যদিও তা অস্বীকার করেছে হামাস।
নারী ও শিশুসহ বেশির ভাগ নিহত হয়েছেন উত্তর গাজায় জাবালিয়া এলাকায় বসতবাড়িতে হামলায়। এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ‘হতাহতদের অনেকে এখনো রাস্তায় পড়ে আছেন। কেউ কেউ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।’
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫২ হাজার ৯২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর গেল ১৮ মার্চ থেকে নিহত হয়েছেন দুই হাজার ৭৯৯ ফিলিস্তিনি।
এদিকে সিরীয় প্রেসিডেন্ট আহমাদ আল-শারার সঙ্গে বৈঠক করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরমধ্য দিয়ে ২৫ বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সিরীয় কোনো নেতার বৈঠক হয়েছে।
সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াকে জানিয়েছেন ট্রাম্প। এই সফরে তিনি ইসরায়েলেও যাত্রাবিরতি দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘আমি তাকে (নেতানিয়াহু) বলেছি যে আমরা নিষেধাজ্ঞা শিথিল করছি।’
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ ফিলিস্তিনি নিহত
আহমাদ আল-শারার সঙ্গে বৈঠকে তাকে ইসরায়েলকে স্বীকৃতি দিতে আব্রাহাম চুক্তি সই করতে বলেছেন ট্রাম্প। পাশাপাশি, সিরিয়া থেকে ফিলিস্তিনি যোদ্ধাদের বের করে দিতেও আহ্বান জানিয়েছেন তিনি।
এরআগে হামাসের হাতে থাকা ইসরায়েলি-আমেরিকান জিম্মি এডান আলেক্সান্ডারকে মুক্তি দিয়েছে হামাস। এ ঘটনা নতুন যুদ্ধবিরতির আশা জাগিয়েছিল।