চীনের অব্যাহত হুমকি সত্ত্বেও যুক্তরাষ্ট্র কখনো তাইওয়ানকে ছুড়ে ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাত করার পর এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পেলোসি বলেন, ‘আজ বিশ্ব গণতন্ত্র এবং স্বৈরাচারের মধ্যে একটি পছন্দের মুখোমুখি। তাইওয়ানে এবং সারা বিশ্বে গণতন্ত্র রক্ষার জন্য আমেরিকার দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে।’
এর আগে চীনের অব্যাহত হুমকির মধ্যেই মঙ্গলবার রাতে তাইওয়ানে পৌঁছেন যুক্তরাষ্ট্রের স্পিকার।
পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে। চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে এবং বিদেশি সরকারি কর্মকর্তাদের সফরকে দ্বীপের সার্বভৌমত্বের স্বীকৃতি হিসেবে দেখে।
পেলোসির আগমনকে ঘিরে তাইওয়ান সীমান্তের আকাশসীমায় একাধিক সামরিক অভিযান এবং মহড়ার ঘোষণা দিয়েছে চীন।
সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, চীনা সেনাবাহিনী ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত একাধিক জায়গায় লাইভ-ফায়ার ড্রিল পরিচালনা করার পরিকল্পনা করেছে।
এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক বিবৃতিতে বলেছেন, ‘তাইওয়ান ইস্যুতে ওয়াশিংটনের বিশ্বাসঘাতকতা তার জাতীয় বিশ্বাসযোগ্যতাকে দেউলিয়া করছে।’
পড়ুন: চীনের হুমকির মধ্যেই তাইওয়ান পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের স্পিকার