দক্ষিণ আফ্রিকায় এক নারী একসাথে ১০ সন্তান জন্মদানের পর রহস্য যেনো সেখানে চেঁপে বসেছে। এটিই বিশ্বের প্রথম ডিকোপ্লেটস বা এক সঙ্গে ১০ সন্তান জন্ম দেয়ার ঘটনা কিনা সে ব্যাপারে তদন্ত চলছে।
দেশটির সংবাদপত্র 'প্রিটোরিয়া নিউজ' এর সংবাদ অনুসারে জোহানেসবার্গের নিকেটে তেম্বিসা শহরের গোসিয়াম থমারা সিথোল সোমবার এই দশ শিশুর জন্ম দিয়েছে। এর মধ্যে ৭ টি ছেলে সন্তান এবং ৩ টি মেয়ে সন্তান।
আরও পড়ুনঃ করোনা: মার্চের তৃতীয় সপ্তাহের পর বাংলাদেশে আক্রান্তের ৮১ শতাংশই দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়ান্ট
তবে এই পর্যন্ত তাদের কোনও ছবি দেখা যায়নি। যদিও তারা নির্দিষ্ট সময়ের পূর্বে জন্মগ্রহণ করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
তবে দক্ষিণ আফ্রিকার সরকার বলছে বিষয়টি এখনও যাচাই করা হচ্ছে।
সিথোলের স্বামী তেবোহো সোতেতেসি জানান, প্রিটোরিয়ার একটি হাসপাতালে তার স্ত্রী সন্তান জন্ম দিয়েছেন এবং শিশু জন্মের আগে স্ক্যানে ৮ শিশু দেখালেও, ১০ শিশুর জন্মে তারা এবং ডাক্তাররা খুব অবাক হয়েছেন।
দক্ষিণ আফ্রিকা অধীরভাবে এই বিশ্ব রেকর্ড প্রমাণের অপেক্ষায় রয়েছে।