নরওয়ের অসলোতে শনিবার সকালে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং এক ডজনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েজিয়ান পুলিশ।
পুলিশ জানিয়েছে, নরওয়ের রাজধানী শহরের ডাউনটাউন এলাকায় একটি বারের বাইরে গুলির এ ঘটনা ঘটে।
পুলিশের মুখপাত্র টোরে বারস্টাড বলেছেন, এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং পুলিশের ধারণা এ ঘটনায় আর কেউ জড়িত না।
তাৎক্ষণিকভাবে এ ঘটনার উদ্দেশ্য জানা যায়নি এবং শনিবার অসলোতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা প্রাইড প্যারেডের সঙ্গে এর কোনো যোগসূত্র আছে কি না তা এখনো পরিষ্কার নয় বলে জানান বারস্টাড।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের আলাবামায় বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ২
বারস্টাড সাংবাদিকদের বলেন, ‘পুলিশ এই শনিবারের প্রাইড ইভেন্টের আয়োজকদের সঙ্গে যোগাযোগ রাখছে। এই ইভেন্টকে সুরক্ষা দিতে পুলিশের কী ব্যবস্থা নেয়া উচিত এবং এই ঘটনার সঙ্গে প্রাইডের আদৌ কোনো সম্পর্ক আছে কি না তার একটা ক্রমাগত মূল্যায়ন করা হবে।’
তিনি বলেন, ১৪ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে অসলো প্রাইডের আয়োজকরা জানিয়েছেন, তারাও পুলিশের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু
অসলো প্রাইড ফেসবুকে এক বিবৃতিতে জানায়, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা মর্মাহত ও শোকাহত এবং আমরা এটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।’