ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ডিরেক্টর ড্যান স্ক্যাভিনোর টুইটারে দেয়া এক বিবৃতিতে বলেন, ‘যদিও আমি নির্বাচনের ফলাফলের সাথে পুরোপুরি একমত নই এবং প্রকৃত ঘটনা আমার ঠিক থাকা প্রমাণ করে, তা সত্ত্বেও আগামী ২০ জানুয়ারি নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে।’
নিজের শাসনামলকে যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রথম মেয়াদের সর্বশ্রেষ্ঠ অধ্যায় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি সব সময়ই বৈধ ভোট গণনা নিশ্চিত করার কথা বলেছি। আর এটা আমেরিকাকে পুনরায় সর্বশ্রেষ্ঠ করার লড়াইয়ের সূচনা মাত্র।’
আরও পড়ুন: বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিল মার্কিন কংগ্রেস
ট্রাম্প গত দুই মাস যাবত বাইডেনকে বিজয়ী হিসেবে ঘোষণা করার কথা অস্বীকার করেন এবং নির্বাচনে কারচুপির ভিত্তিহীন অভিযোগ করে চলেছেন। যদিও সাবেক অ্যাটর্নি জেনারেলসহ কয়েক ডজন বিচারক এবং রিপাবলিকান কর্মকর্তারা তার এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
বৃহস্পতিবার সকালে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সভাপতিত্বে কংগ্রেসে ইলেকটোরাল ভোট গণনার যৌথ অধিবেশন শেষ হয়।
এর আগে বুধবার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা কংগ্রেসের অধিবেশন চলাকালে ক্যাপিটল ভবনে ঢুকে পড়লে কিছুক্ষণ অধিবেশন বন্ধ থাকে। ট্রাম্প সমর্থকদের এ হামলার ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। পরে অধিবেশন আবার শুরু হলে অবশেষে জো বাইডেনকে জয়ী ঘোষণা করে মার্কিন কংগ্রেস।
আরও পড়ুন: বাইডেনের অ্যারিজোনা জয় নিয়ে আপত্তি প্রত্যাখ্যান করেছে হাউজ
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলা, নিহত ৪
জো বাইডেন হলেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট
দিনের শুরুতে হাজার হাজার ট্রাম্প সমর্থক ‘আমেরিকা বাঁচাও’ নামে এক গণজমায়েতে অংশ নিতে ওয়াশিংটনে আসেন। প্রেসিডেন্ট ট্রাম্প এ জনসভায় ভাষণ দিয়ে জো বাইডেনের বিজয় অনুমোদন করার বিরুদ্ধে বক্তব্য দেন।
কয়েক ঘণ্টা ভবন দখল করে রাখার পর বিক্ষোভকারীরা ধীরে ধীরে ক্যাপিটল প্রাঙ্গণ ছেড়ে বাইরে চলে যেতে থাকে।
সহিংসতা ছড়িয়ে পড়ার ছয় ঘণ্টারও বেশি সময় পর সিনেটররা অধিবেশন পুনরায় শুরু করেন।
আরও পড়ুন: মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রথম দিনেই তুলে নেবেন বাইডেন
রিপাবলিকান দলের ১৩ জন সিনেটর এবং কয়েক ডজন প্রতিনিধি কংগ্রেসের যৌথ অধিবেশনে যোগ দেন।
ক্যাপিটলে হামলা এবং বেশ কয়েকজন সিনেটর অধিবেশনে বাইডেনের জয়কে পাল্টানোর চেষ্টা করলেও সিনেট এবং প্রতিনিধি পরিষদ পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা রাজ্যে ভোটের আপত্তি খারিজ করে দিলে ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়।
গত ৪ নভেম্বরের ভোটে বাইডেন ৩০৬-২৩২ ইলেকট্রোরাল ভোটে ট্রাম্পকে পরাজিত করেন। তিনি ২০ জানুয়ারি শপথ নেবেন।