পাকিস্তান সরকার বলেছে, করোনাভাইরাসের ছড়িয়ে পড়া কমাতে দেশটিতে গঠিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরসের (এসওপি) দেয়া নির্দেশনা অনুসরণ না করলে আসন্ন ঈদে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিং করার সময় দেশটির তথ্যমন্ত্রী শিবলি ফারাজ বলেছেন, এ মাসের শেষের দিকে ঈদুল আজহা পালন করতে গিয়ে কোভিড-১৯ রোগের বিস্তার যাতে না ঘটে সেজন্য জনগণকে ঘোষিত এসওপিগুলো অনুসরণ করা এবং সতর্কতা মেনে চলতে হবে।
দেশটির তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে তিনি তার বাড়িতেই ঈদ পালনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। সেই সাথে এই ঈদে জনসাধারণকেও এবং মহামারিতে লোকজনের সাথে সাক্ষাত এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।
এর আগে, ঈদে কোরবানির পশু বিক্রির জন্য স্থাপিত হাটগুলো যাতে হটস্পটে পরিণত না হয় সেজন্য দেশটির সরকার এসওপিগুলো কঠোরভাবে অনুসরণ করে হাট বসানোর অনুমতি দিয়েছে।