ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে সরাসরি লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্ররা।
হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেছেন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের এ পদক্ষেপ ‘পুতিনের কার্যক্রমের বিরুদ্ধে বিরোধীদের শক্তি সম্পর্কে একটি স্পষ্ট বার্তা।’
হোয়াইট হাউসের এক ব্রিফিংয়ে সাকি সাংবাদিকদের বলেন, ‘একজন নেতা যখন একটি সার্বভৌম দেশ আক্রমণের মাঝখানে সেখানে কূটনীতি উপযুক্ত না। তবে এর মানে এই না আমরা চিরতরে কূটনীতি বাতিল করেছি।’
আরও পড়ুন: ইউক্রেন সংকট: সহিংসতায় এক লাখ মানুষ বাস্তুচ্যুত
তিনি বলেন, যুক্তরাষ্ট্র পুতিন ও তার পররাষ্ট্রমন্ত্রী লাভরভের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন পুতিনের সম্পদ জব্দের বিষয় এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার দেশও পুতিন ও লাভরভের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন বিষয়ে জানানোর কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্র এমন সিদ্ধান্তের কথা জানালো।
সাকি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র রুশ ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের ওপরও নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করবে।