প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের করোনা জটিলতার ঝুঁকি অনেক কম বলে জানিয়েছেন শীর্ষস্থানীয় এক ব্রিটিশ স্বাস্থ্য বিশেষজ্ঞ।
সোমবার ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সির পরামর্শক শিশুরোগ বিশেষজ্ঞ শামেজ লাধানি বলেছেন, অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী শিশুদের করোনা ঝুঁকি নিয়ে মা-বাবা,চিকিৎসক ও নীতিনির্ধারকদের আশ্বস্ত হওয়া উচিত।
ওএনএস গবেষণার প্রধান তদন্তকারী লাধানি বলেছেন, এটি আশ্বস্ত করার মতো যে,২০২০ সালের মার্চ থেকে করা জরিপে দেখা গেছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিশুদের বেশিরভাগই দীর্ঘস্থায়ী করোনা উপসর্গ অনুভব করেনি।
আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
তিনি জানান,গবেষণার ফলাফলে দেখা গেছে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের করোনা জটিলতার ঝুঁকি অনেকটাই কম।সেহেতু শিশুরা স্কুলে যেতে পারে।
লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন (এলএসএইচটিএম) এর গবেষণার সহ-প্রধান তদন্তকারী প্যাট্রিক এনগুইপডপ জোমো বলেছেন, এই গবেষণায় শিশু ও তরুণদের উপর করোনার সম্ভাব্য প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করা হয়েছে।
ওএনএস, এলএসএইচটিএম ও ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি যৌথভাবে গবেষণাটি পরিচালনা করেছে।