এ গ্রেপ্তারকে অবৈধ ও বিরক্তিকর আখ্যা দিয়ে টুইটারে রাহুল বলেন, এটি উত্তর প্রদেশে বিজেপি সরকারের ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার প্রকাশ।
তিনি জানান, নিজেদের ভূমি থেকে সরে যেতে না চাওয়ায় ১০ আদিবাসী কৃষককে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত ১০ জনের পরিবারের সাথে সোনভদ্রায় দেখা করতে যাওয়ার পথে শুক্রবার মির্জাপুর জেলায় প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করা হয়।
সংঘর্ষে আহতদের সাথে বারানসিতে দেখা করার পর প্রিয়াঙ্কার সোনভদ্রায় যাওয়ার কথা ছিল। কিন্তু তাকে মির্জাপুরে আটকে দেয়া হলে দলের নেতা-কর্মীদের নিয়ে তিনি রাস্তায় বসে যান।
এ সময় প্রিয়াঙ্কা বলেন, ‘সংঘর্ষে গুলিতে নিহতদের পরিবারের সদস্যদের সাথে আমি শান্তিপূর্ণভাবে দেখা করতে চাই। তাদের সাথে আমাকে দেখা করতে না দেয়ার আদেশটি আমি দেখতে চাই।’
‘আমি জানি না তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। আমরা যেকোনো জায়গায় যেতে প্রস্তুত,’ যোগ করেন তিনি।
উত্তর প্রদেশে বুধবারের এ ঘটনায় ১৯ ব্যক্তি আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে বারানসি এবং বাকিদের সোনভদ্রায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।