ফিলিপাইনের রাজধানী ম্যানিলার শিপইয়ার্ডে জাহাজ মেরামতের সময় অগ্নিকাণ্ডে জাহাজের স্টোরেজ রুমে আটকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশটির অগ্নিনির্বাপক ব্যুরো এই তথ্য জানিয়েছে।
দমকল কর্মী রোনালদো সানচেজ জানান, সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে আগুন লেগে নাভোটাস সিটির শিপইয়ার্ডে জাহাজ মেরামতের কাজে নিয়োজিত ২৫ শ্রমিকের মধ্যে দুই ওয়েল্ডার নিহত হয়েছেন।
সানচেজ আরও জানান, জাহাজের ব্যালাস্ট ট্যাঙ্কের কাছে স্টোরেজ রুমের ভিতরে নিহতদের লাশ পাওয়া গেছে।
আগুন নেভাতে দমকল কর্মীদের পাঁচ ঘণ্টা সময় লেগেছে বলেও জানান এই দমকল কর্মী।
সানচেজ বলেন, আগুন লাগার কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: ফিলিপাইনে ট্রাকচাপায় নিহত ৭