ফিলিস্তিনের অজ্ঞাত হামলাকারীদের গুলিতে অধিকৃত পশ্চিম তীরে এক ইসরাইলি নাগরিকের মৃত্যু হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি পেশায় একজন প্রহরী ছিলেন।
শনিবার ভোরে ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, সাম্প্রতিক এই হামলায় গত দুই মাস ধরে চলা ইসরাইলি-ফিলিস্তিনি উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।
তারা আরও জানায়, গভীর রাতে হামলাকারীরা এরিয়েল এলাকায় প্রবেশ করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার আগে তারা গার্ডকে গুলি করে।
সেনাবাহিনী পশ্চিম তীরে সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান শুরু করার কথা জানিয়েছে।
গত দুই মাসে ইসরাইল–ফিলিস্তিন সংঘর্ষে ১৪ ইসরায়েলি নিহত হয়েছে।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার ভোরে ইসরাইলি বাহিনী কলকিল্যা শহরের কাছে আজউন গ্রামে ২৭ বছর বয়সী এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যা করেছে।
আরও পড়ুন: আল-আকসা মসজিদে ফের সংঘর্ষ, ৯ ফিলিস্তিনি আহত
গাজার ক্ষমতাসীন হামাস এই হামলার প্রশংসা করলেও এর দায় স্বীকার করেনি।
হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ‘পুরো পশ্চিম তীরে বিপ্লব চলছে,এই অভিযানে তা প্রমাণ হয়।’
ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ চত্বরে ফের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনিদের। এতে অন্তত আহত হয়েছেন ৪২ জন ফিলিস্তিনি।
মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র মাস রমজানের শেষ জুমার নামাজ চলার সময় এই সংঘাত হয়েছে বলে জানা গেছে।
ইসরাইলের আইন-শৃঙ্খলাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের জুমার নামাজ শুরুর বেশ কিছুক্ষণ আগে থেকেই আল আকসা চত্বরে জড়ো হতে থাকেন মুসল্লিরা। এ সময় আকস্মিকভাবে সেই জনসমাগম থেকে কয়েকজন ইসরায়েল বিরোধী স্লোগান দিতে থাকেন। পরিস্থিতি শান্ত করতে চত্বরে পুলিশ ঢুকলে উত্তেজনা আরও বাড়ে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে পাথর ও পটকা ছোড়া শুরু করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা আল আকসা মসজিদের নিকটবর্তী ইহুদিদের পবিত্র তীর্থস্থান ওয়েস্টার্ন ওয়ালের দিকেও পাথর-পটকা ছুড়তে থাকেন তারা।
আরও পড়ুন: আল-আকসায় ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষ, ১৫০ ফিলিস্তিনি আহত
বিক্ষোভকারীদের হটাতে টিয়ারগ্যাস, লাঠি ও রবার বুলেট ব্যবহার করে পুলিশ। এতে ৪০ জনের বেশি আহত হয়। এদের মধ্যে ২২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট শাখা।
পুলিশ তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি, তবে একটি বিবৃতিতে বলেছে যে তারা তিন জনকে গ্রেপ্তার করেছে।