এদিকে, ব্রিটেনের সাধারণ মানুষকে আরও কয়েক সপ্তাহ লকডাউনের প্রস্তুতি নিতে বলেছে বরিস জনসন সরকার।
এর আগে করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থার অবনতি হওয়ায় গত সোমবার থেকে তাকে সেন্ট থমাস হাসপাতালের আইসিইউতে রাখা হয়।
আরও পড়ুন: করোনায় বিশ্বে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯৫,৭২২
জনসনের ডাউনিং স্ট্রিটের কার্যালয় জানিয়েছে, ‘প্রধানমন্ত্রীকে নিবিড় পরিচর্যা থেকে ওয়ার্ডে ফিরিয়ে নেয়া হয়েছে, যেখানে সুস্থ হওয়ার প্রাথমিক পর্যায়ে তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হবে।’
প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার ১০ দিন পরে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে গত রবিবার হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ার পরদিনই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
সেখানে জনসনকে স্বাভাবিক অক্সিজেন দেয়া হলেও তাকে ভেন্টিলেটরে রাখা হয়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এবং তিনি ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।