ভারতের উত্তর প্রদেশের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে দেয়ার ২৮ বছরের পুরোনো মামলায় দেশটির ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৩২ সদস্যের সবাইকে বুধবার খালাস দিয়েছে বিশেষ আদালত।
খালাস পাওয়াদের মধ্যে আছেন সাবেক উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানি এবং সাবেক মন্ত্রী মুরালি মনোহর জোশি ও ওমা ভারতী। তাদের বিরুদ্ধে অযোধ্যায় নির্মিত ১৬ শতকের বাবরি মসজিদ ভেঙে দিতে ১৯৯২ সালে হিন্দু জনতাকে উস্কে দেয়ার অভিযোগ ছিল।
বিশেষ আদালতের বিচারক ২০০০ পৃষ্ঠার রায়ের গুরুত্বপূর্ণ অংশ পড়ার সময় বলেন, ‘সব আসামি খালাস পেয়েছেন। প্রমাণ নেই যে অভিযুক্তরা মসজিদটি ধ্বংস করে দিতে ষড়যন্ত্র করেছিলেন।’
বিচারক আরও বলেন যে ৩২ অভিযুক্ত এমনকি উত্তেজিত জনতাকে মসজিদ ভাঙা থেকে বিরত রাখার চেষ্টা করেছিলেন।
ঐতিহাসিক এ মসজিদ ভেঙে দেয়ার ঘটনায় ভারতজুড়ে যে সহিংসতা দেখা দিয়েছিল তাতে কমপক্ষে ২০০০ মানুষের প্রাণ গিয়েছিল। গত বছর ভারতের উচ্চ আদালত মসজিদের বিতর্কিত ওই জায়গা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছে হস্তান্তর করে।