বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৯ কোটি ১৪ লাখ ছাড়িয়েছে।
সর্বশেষ বৈশ্বিক পরিসংখ্যান অনুসারে, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ কোটি ১৪ লাখ ৩৬ হাজার ৬১৬ জনে। এ ছাড়া এ ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৯৯ হাজার ১৮৪ জনে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা ১০ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৫৪৮ জন। এখন পর্যন্ত দেশটিতে মারা গেছে মোট ১১ লাখ ৬৮ হাজার ৫৫৮ জন। মৃত ও আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে দেশটি।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় ৩৬ জন করোনায় আক্রান্ত, মৃত্যু নেই
ভারতে এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৬৬৫ জন। একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৩১ হাজার ৯১৩ জনে।
আক্রান্তের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ফ্রান্স। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ কোটি ১ লাখ ৩৮ হাজার ৫৬০ জন এবং মারা গেছে ১ লাখ ৬৭ হাজার ৬৪২ জন।
আরও পড়ুন: দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৬৬