বিশ্বজুড়ে কোভিড -১৯ আক্রান্তের মোট সংখ্যা এখন ৬৯০ মিলিয়ন ছাড়িয়েছে।
সর্বশেষ বিশ্বব্যাপী তথ্য অনুসারে, মোট কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ৬৯ কোটি ৪ লাখ ৮১ হাজার ২০২ জন। আর আজ সকাল পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা ৬৮ লাখ ৯২ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭২ লাখ ৪৩ হাজার ৮৮৭ জন। আর ভাইরাসটিতে মারা গেছেন ১১ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন, যা আক্রান্ত ও মৃত্যুর হার গণনায় বিশ্বে সর্বোচ্চ।
আরও পড়ুন: বিশ্ব করোনা: মৃত্যু ৬৪ লাখ ২০ হাজারের কাছাকাছি
এদিকে ভারতে নতুন করে করোনাভাইরাসে ১০৮ জন আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ কোটি ৪৯ লাখে পৌঁছেছে। এতে মোট আক্রান্তর সংখ্যা কমেছে ১ হাজার ৯৮৩ জন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
তথ্যানুযায়ী দেশটিতে মহামারি এই রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৩১ হাজার ৮৯৩ জনে।
ফ্রান্স এবং জার্মানিতে এখন পর্যন্ত ৪ কোটি ১ লাখ ২৪ হাজার ৬১৯ জন এবং ৩ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৬৮৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে, যা বিশ্বে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যানুপাতে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে।
ওয়ার্ল্ডোমিটার অনুসারে ইউরোপের দেশ ফ্রান্সে ১ লাখ ৬৭ হাজার ৫৪৮ জন এবং জার্মানিতে ১ লাখ ৭৪ হাজার ৩৫২ জন মারা গেছে।
আরও পড়ুন: বিশ্ব করোনা: আক্রান্ত বেড়ে ৬২ কোটি ৫৫ লাখ ছাড়াল
বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি
রবিবার সকাল পর্যন্ত পূর্বের ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড -১৯ আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু এবং ২৩০ জন নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) অনুসারে, নতুন এ সংখ্যা যোগ হয়ে দেশের মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৭ জন এবং আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জনে দাঁড়িয়েছে।
দৈনিক কোভিড-১৯ শনাক্তের হার শনিবার ৫ দশমিক ৪১ থেকে বেড়ে ৭ দশমিক ৭৫ হয়েছে। এসময় ২ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।