বিশ্বে
দাবানলে সৃষ্ট বায়ুদূষণে বিশ্বে লাখ লাখ মানুষের মৃত্যু: গবেষণা
অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে যে প্রতিবছর দাবানলে সৃষ্ট বায়ুদূষণ বিশ্বব্যাপী ১৫ লাখেরও বেশি মৃত্যুর জন্য দায়ী। যা এই জাতীয় পরিবেশগত ঘটনাগুলোর সঙ্গে সম্পর্কিত গুরুতর স্বাস্থ্যগত ঝুঁকিগুলোকে তুলে ধরে।
বৃহস্পতিবার প্রকাশিত মেলবোর্নের মোনাশ বিশ্ববিদ্যালয় পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে ২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে বার্ষিক গড়ে ১৫ লাখ ৩০ হাজার মৃত্যুর কারণ এই দাবানলে সৃষ্ট ক্ষতিকারক বায়ুদূষণ।
মৃত্যুর ঘটনাগুলোর ৯০ শতাংশ ঘটেছে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। যার মধ্যে সাব-সাহারান আফ্রিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া ও পূর্ব এশিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্বাস্থ্য ঝুঁকি ও আঞ্চলিক বৈষম্য
বার্ষিক মৃত্যুর মধ্যে সাড়ে ৪ লাখ কার্ডিওভাসকুলার রোগে হয়েছে। ২ লাখ ২০ হাজার মৃত্যু হয়েছে শ্বাসকষ্টজনিত অসুস্থতার কারণে। দাবানলের সূক্ষ্ম বস্তুকণা হতাহতের ৭৭ দশমিক ৬ শতাংশের জন্য দায়ী। আর পৃষ্ঠের ওজোন অবশিষ্ট ২২ দশমিক ৪ শতাংশ মৃত্যুর জন্য দায়ী।
গবেষণাটিতে কঠোর আঞ্চলিক বৈষম্য উঠে এসেছে। সাব-সাহারান আফ্রিকায় দাবানলের আগুন-উৎসযুক্ত বায়ু দূষণের সঙ্গে যুক্ত মৃত্যুর সর্বোচ্চ হারের অভিজ্ঞতা অর্জন করেছে।
আরও পড়ুন: পেরুর দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১৮
অন্যান্য লেখকরা উল্লেখ করেছেন, ‘উষ্ণ জলবায়ুর কারণে দাবানল ক্রমবর্ধমান ঘন ঘন এবং মারাত্মক হয়ে ওঠার পাশাপাশি জলবায়ু সম্পর্কিত মৃত্যুর সঙ্গে সম্পর্কিত যথেষ্ট স্বাস্থ্যের প্রভাব এবং পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়া দরকার।’
বৈশ্বিক সমর্থনের আহ্বান
গবেষণায় উচ্চ আয়ের দেশগুলোকে দাবানলে সৃষ্ট বায়ুদূষণের কারণে স্বাস্থ্যের প্রভাবগুলো কমাতে দুর্বল উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা হিসেবে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তার পক্ষে পরামর্শ দেওয়া হয়েছে। এটি মৃত্যুর হারে আর্থ-সামাজিক বৈষম্য দূর করার প্রয়োজনীয়তার উপরও জোর দেয়।
লেখকরা যুক্তি দেন, লক্ষ্যযুক্ত সহায়তা দেওয়ার মাধ্যমে ধনী দেশগুলো দরিদ্র অঞ্চলগুলোর কাঁধে থাকা অসামঞ্জস্যপূর্ণ বোঝা কমাতে সহায়তা করতে পারে। যা শেষ পর্যন্ত জলবায়ু সম্পর্কিত স্বাস্থ্য সংকট মোকাবিলায় আরও কার্যকর পদ্ধতিতে অবদান রাখতে পারে।
এই বিস্তৃত গবেষণায় সারা বিশ্বের গবেষকরা অবদান রেখেছেন। এটি দাবানলের কারণে বায়ু দূষণের মানবিক ব্যয়কে বোঝার এবং মোকাবিলার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের ক্ষেত্র তৈরি করে।
সূত্র: এজেন্সি ও অন্যান্য
আরও পড়ুন: দাবানলের কারণে ইকুয়েডরের রাজধানীতে জরুরি অবস্থা জারি
৩ সপ্তাহ আগে
বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত ৬৯০ মিলিয়ন ছাড়াল
বিশ্বজুড়ে কোভিড -১৯ আক্রান্তের মোট সংখ্যা এখন ৬৯০ মিলিয়ন ছাড়িয়েছে।
সর্বশেষ বিশ্বব্যাপী তথ্য অনুসারে, মোট কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ৬৯ কোটি ৪ লাখ ৮১ হাজার ২০২ জন। আর আজ সকাল পর্যন্ত ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা ৬৮ লাখ ৯২ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৭২ লাখ ৪৩ হাজার ৮৮৭ জন। আর ভাইরাসটিতে মারা গেছেন ১১ লাখ ৬৭ হাজার ৩৩৪ জন, যা আক্রান্ত ও মৃত্যুর হার গণনায় বিশ্বে সর্বোচ্চ।
আরও পড়ুন: বিশ্ব করোনা: মৃত্যু ৬৪ লাখ ২০ হাজারের কাছাকাছি
এদিকে ভারতে নতুন করে করোনাভাইরাসে ১০৮ জন আক্রান্ত হয়েছেন। এতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ কোটি ৪৯ লাখে পৌঁছেছে। এতে মোট আক্রান্তর সংখ্যা কমেছে ১ হাজার ৯৮৩ জন বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।
তথ্যানুযায়ী দেশটিতে মহামারি এই রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৩১ হাজার ৮৯৩ জনে।
ফ্রান্স এবং জার্মানিতে এখন পর্যন্ত ৪ কোটি ১ লাখ ২৪ হাজার ৬১৯ জন এবং ৩ কোটি ৮৪ লাখ ২৮ হাজার ৬৮৫ জন কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার তথ্য রেকর্ড করা হয়েছে, যা বিশ্বে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যানুপাতে তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছে।
ওয়ার্ল্ডোমিটার অনুসারে ইউরোপের দেশ ফ্রান্সে ১ লাখ ৬৭ হাজার ৫৪৮ জন এবং জার্মানিতে ১ লাখ ৭৪ হাজার ৩৫২ জন মারা গেছে।
আরও পড়ুন: বিশ্ব করোনা: আক্রান্ত বেড়ে ৬২ কোটি ৫৫ লাখ ছাড়াল
বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি
রবিবার সকাল পর্যন্ত পূর্বের ২৪ ঘন্টায় বাংলাদেশে কোভিড -১৯ আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু এবং ২৩০ জন নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) অনুসারে, নতুন এ সংখ্যা যোগ হয়ে দেশের মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫৭ জন এবং আক্রান্তের সংখ্যা ২০ লাখ ৪১ হাজার ৪৭০ জনে দাঁড়িয়েছে।
দৈনিক কোভিড-১৯ শনাক্তের হার শনিবার ৫ দশমিক ৪১ থেকে বেড়ে ৭ দশমিক ৭৫ হয়েছে। এসময় ২ হাজার ৯৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল।
আরও পড়ুন: বিশ্ব করোনা: আক্রান্ত ৬২ কোটি ৬০ লাখ ছাড়াল
১ বছর আগে
বিশ্বে করোনায় মৃত্যু ৩০ লাখ ৭১ হাজার ছাড়াল
কোভিড-১৯ মহামারির থাবায় বিশ্বজুড়ে বিভিন্ন দেশে প্রাণহানির ঘটনা অব্যাহত রয়েছে।
৩ বছর আগে
করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ছাড়াল
বিশ্বে করোনাভাইরাস মহামারিতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার ৮৭৩ জন।
৪ বছর আগে
করোনাভাইরাস: বিশ্বে মৃত্যু ৩ লাখ ৭৫ হাজার ছাড়াল
করোনাভাইরাস মহামারিতে মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৫২৬ জনে। এছাড়া আক্রান্তের সংখ্যা ৬২ লাখ ৬৫ হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে।
৪ বছর আগে
১৬ দিনের ব্যবধানে বিশ্বে আরও ১ লাখ মানুষের করোনায় মৃত্যু
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মাত্র ১৬ দিনের ব্যবধানে বিশ্বে আরও ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে। রবিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ২৭৬।
৪ বছর আগে
কোভিড-১৯: বিশ্বে ১ লাখ ৯০ হাজার ৬৫৪ জনের মৃত্যু
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯০ হাজার ৬৫৪। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
৪ বছর আগে
করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু দেড় লাখ ছাড়াল
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। প্রাণঘাতী ভাইরাসটি গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।
৪ বছর আগে
কোভিড-১৯: বিশ্বব্যাপী ১,৩৪,৬১৬ জনের মৃত্যু
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী এ পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ৬১৬ জনের মৃত্যু হয়েছে।
৪ বছর আগে
করোনায় বিশ্বে প্রাণহানির সংখ্যা ১ লাখ ২০ হাজার ছাড়াল
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বব্যাপী প্রায় ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। প্রাণঘাতি ভাইরাসটি এ পর্যন্ত বিশ্বে ১ লাখ ২০ হাজার ৬০৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে।
৪ বছর আগে