ব্রাসেলস, ২৮ অক্টোবর (এপি/ইউএনবি)- ইউরোপীয় ইউনিয়ন ব্রেক্সিটের সময় পিছিয়ে আগামী বছরের ৩১ জানুয়ারি নিয়ে যেতে রাজি হয়েছে। আগের নির্ধারিত সময়ে ব্রেক্সিট হতে যাওয়ার মাত্র তিন দিন আগে সোমবার ইইউ এ সিদ্ধান্তে একমত হয়েছে।
ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক টুইটারে বলেন যে ব্রেক্সিটের নমনীয় সময় ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়াতে যুক্তরাজ্যের অনুরোধ মেনে নিতে ইইউর বাকি ২৭ দেশ একমত হয়েছে। এ সিদ্ধান্ত লিখিত আকারে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে।
নমনীয় সময়ের মানে হলো যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ব্রেক্সিট চুক্তি যদি ৩১ জানুয়ারির আগেই সংসদ থেকে অনুমোদন পায় তা হলে যুক্তরাজ্য আগেভাগেই ইইউ ত্যাগ করতে পারবে।
আগের পেছানো সময় অনুযায়ী ৩১ অক্টোবর ব্রিটেনের ইইউ ছেড়ে যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী সংস্থাটির কূটনীতিকদের ব্রাসেলসে জড়ো হওয়ার মাঝে টাস্কের এ ঘোষণা পাওয়া গেল।
ব্রিটেনের ইইউ ত্যাগ বিষয়ে ২০১৬ সালের গণভোটের পর এবার দ্বিতীয়বারের মতো ব্রেক্সিটের সময়সীমা পরিবর্তন করা হলো