ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এলাকার একটি হোটেলে অগ্নিকাণ্ডে সাতজনের মৃত্যু হয়েছে। স্বর্ণ প্যালেস নামের ওই হোটেলটি কোভিড-১৯ সেন্টার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
রবিবার ভোরের এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
তবে অগ্নিকাণ্ডের ৩০ মিনিটের মধ্যেই দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে এবং বেঁচে থাকা সকল রোগীকে নগরীর অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাত্র কয়েক দিনের ব্যবধানে কোনো কোভিড সেন্টারে এটি দ্বিতীয় অগ্নিকাণ্ডের ঘটনা হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা না গেলেও বিষয়টি তদন্ত করছে পুলিশ।
প্রসঙ্গত, চলতি মাসে গুজরাটের আহমেদাবাদের একটি বেসরকারি হাসপাতালের করোনা ওয়ার্ডে আগুন লেগে আটজন করোনা রোগীর মৃত্যু হয়।