গাজিয়াবাদে একটি হাসপাতাল উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে তৈরি তিনটি ভ্যাকসিনের মধ্যে একটির ক্লিনিকাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে। আশা করি চলতি বছরের শেষে উৎপাদন শুরু করতে পারবো।’
কোভিড পরিকাঠামো প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘আমরা পুনের মাত্র একটা ল্যাবরেটরি দিয়ে কাজ শুরু করেছিলাম। এখন দেশে দেড় হাজার ল্যাবরেটরি। শুক্রবারও আমরা ১০ লাখ মানুষের নমুনা পরীক্ষা করেছি।’
এদিকে গত ১৫ দিনে ভারতে ১০ লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ৭ আগস্ট দেশে করোনা রোগীর সংখ্যা ছিল ২০ লাখ। দুই সপ্তাহের ব্যবধানে সেই সংখ্যা এখন ৩০ লাখ ছাড়িয়েছে। গত ১৮ দিন ধরে দৈনিক সংক্রমণের বিচারে বিশ্বের অন্য দেশগুলোকে ছাপিয়ে গেছে ভারত।
এছাড়া প্রতিনিয়তই ভারতে করোনা সংক্রমণের রেকর্ড ভাঙছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড সংক্রমণ ঘটেছে। একদিনের মধ্যে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৬৯ হাজার ৮৭৮ জন এবং মৃত্যু হয়েছে ৯৪৫ জনের।