ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলে আগামী পাঁচ দিন তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। অন্যদিকে দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কথা জানানো হয়েছে।
দিল্লি ও এর আশেপাশের এলাকায় গত তিন দিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। শুক্রবার তাপমাত্রা ৪৭.৪ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়ায়।
আরও পড়ুন: আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় শত শত মানুষের মৃত্যু, নিখোঁজ অনেক
শনিবার দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৫ থেকে ৪৬ ডিগ্রি সেলসিয়াস। আর রাতের তাপমাত্রা ৩২-৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়।
ভারতের আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয় এবং দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন: পাকিস্তানের প্রদেশে বন্যা সতর্কতা জারি, বহু প্রাণহানির আশঙ্কা