ভারতের একটি মিউজিক দলের বেশ কিছু সদস্যকে বহনকারী বাস মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে ১৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ২৯ জন।
শনিবার পশ্চিম ভারতে দুর্ঘটনায় এই হতাহত হয় বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বাসটি পুনে শহর থেকে ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ের পথে মহারাষ্ট্র রাজ্যে যাচ্ছিল, যেখানে সঙ্গীতশিল্পীরা একটি পারফরম্যান্স করেছিলেন।
পুলিশ কর্মকর্তা অতুল জেন্দে বলেছেন, তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।
জেন্দে বলেন, নিহত যাত্রীদের বেশিরভাগই মুম্বাই থেকে আসা সঙ্গীত দলের অংশ।
তিনি বলেন, উদ্ধারকর্মীরা বাসের ধ্বংসাবশেষ থেকে গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বেপরোয়া ড্রাইভিং, সড়কের ক্রটিপূর্ণ রক্ষণাবেক্ষণ এবং পুরাতন যানবাহনের কারণে ভারতে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুলিশের মতে, গোটা ভারতে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর এক লাখ ১০ হাজারেরও বেশি মানুষ মারা যায়।