সর্বশেষ দফায় ভারী বৃষ্টিপাতের কারণে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ ফুজিয়ানের নানপিং, সানমিং ও অন্যান্য শহরের প্রায় সাড়ে ৫১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৪ জুন) সকাল ৬টা পর্যন্ত যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে প্রায় ২৭ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় কর্তৃপক্ষ।
প্রাদেশিক বন্যা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বলছে, ভারী বর্ষণের এই সময়ের মধ্যে ফুজিয়ানে ৩ হাজার ১৩৩ হেক্টরেরও বেশি ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: চীনে বন্যায় ১১ জন নিহত, ২৭ জন নিখোঁজ
গত ৯ জুন সকাল ৮টা থেকে ১৪ জুন সকাল ৬টা পর্যন্ত ফুজিয়ানের ৫৫টি কাউন্টির ৩৮৬টি শহরতলিতে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
স্থানীয় আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, নানপিং শহরের হুয়াংকেং টাউনশিপে সবচেয়ে বেশি ৫৮১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
প্রদেশটিতে ভারী বৃষ্টিপাতের পর বিদ্যুৎ উৎপাদনকারী সরঞ্জাম ও জেনারেটরের সাহায্যে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে স্থানীয় জরুরি মেরামত কর্মীরা নানপিংয়ের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সহায়তা করেছে।
আরও পড়ুন: চীনে বন্যায় নিহত ২০, নিখোঁজ ২৭