মরক্কোর এক হাসপাতালে একসঙ্গে ৯ সুস্থ সন্তান প্রসব করেছেন আফ্রিকার দেশ মালির হালিমা সিসে (২৫) নামে এক নারী। মালির স্বাস্থ্যমন্ত্রী এবং মরোক্কোর হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।
এখন পর্যন্ত একসঙ্গে সুস্থ ৯ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় উঠে এসেছেন তিনি। কেননা রেকর্ড বলছে, এমন ঘটনা এটাই প্রথম।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, একসঙ্গে ৫ মেয়ে এবং ৪ ছেলে সন্তান জন্ম দেয়া ওই নারী এবং তার শিশুরা সবাই সুস্থ আছে। তবে, আগে চিকিৎসকরা ওই নারীকে জানিয়েছিলেন তিনি ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন।
বুধবার (৫ মে) এই খবর নিশ্চিত করে বার্তা সংস্থা এপি। সরেজমিনে গিয়ে এপি প্রতিনিধি দেখতে পান, বেসরকারি হাসপাতাল আইন বোরজারে ইনকিউবেটরে সদ্য জন্ম নেয়া শিশুরা তাদের হাত-পা ছুড়ে, নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে। তাদের সার্বক্ষণিক সেবা নিশ্চিত করতে, নার্সরা চেষ্টা করে যাচ্ছেন।
জানা গেছে, হালিমা গর্ভাবস্থায় জানতে পেরেছিলেন, তিনি অন্তত ৭ সন্তানের জন্ম দিতে চলেছেন। মালি সরকারের সহায়তায় তাকে মরোক্কোতে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। কারণ মালির স্বাস্থ্য ব্যবস্থা এবং হাসপাতালগুলো তেমন উন্নত নয়।
মরোক্কোর চিকিৎসকরা জানান, হালিমা মাত্র ৩০ সপ্তাহে ৯টি বাচ্চার জন্ম দিয়েছে এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তবে সে এখন সুস্থ আছে।
আরও পড়ুন: দুই মাথাওয়ালা শিশু জন্মের তিন ঘণ্টা পর মৃত্যু
সি-সেকশনের মাধ্যমে জন্ম নেয়া অধিকাংশ বাচ্চারাই কম ওজন নিয়ে জন্মগ্রহণ করেছে। এক্ষেত্রে তাদের জীবন নিয়ে কিছুটা শঙ্কা রয়েই যায়।
দি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড বলছে, বর্তমানে একসঙ্গে সর্বোচ্চ ৮টি বাচ্চা জন্ম দেয়ার রেকর্ডটি আছে আমেরিকার নাদিয়া সুলায়মানের। তিনি ২০০৯ সালে একসঙ্গে আট বাচ্চা জন্ম দিয়ে রেকর্ড গড়েন।
দি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, তারা মরোক্কোতে জন্ম নেয়া হালিমার ৯ সন্তানের ব্যাপারে খোঁজ-খবর নিচ্ছে।