আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ৪৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মালির পরিবহন ও অবকাঠামো মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে মধ্য মালির উয়ানের ৬ নম্বর জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মৌরিতানিয়ায় সাগরের উপকূল থেকে ৮৯ অভিবাসীর লাশ উদ্ধার
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘনায় এক চালকের মৃত্যু হয়েছে।
বেপরোয়াভাবে গাড়ি চালানো ও দ্রুত গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: গ্রীষ্মমণ্ডলীয় ‘ঘূর্ণিঝড় ফ্রেডি’ সবচেয়ে দীর্ঘ ছিল: জাতিসংঘের আবহাওয়া সংস্থা