বিশ্ববিদ্যালয়টি বলছে, নির্দিষ্ট কোনো ঘটনার বিষয়ে তারা মন্তব্য করতে পারে না। তবে একটি স্বতন্ত্র পর্যালোচনায় ব্রাজিলিয়ান ট্রায়ালে সুরক্ষার বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।
‘স্বতন্ত্র পর্যালোচনার পাশাপাশি ব্রাজিলিয়ান নিয়ন্ত্রক সংস্থাও এ পরীক্ষা চালিয়ে যাওয়া উচিত বলে পরামর্শ দিয়েছে,’ বলছে অক্সফোর্ড কর্তৃপক্ষ।
অক্সফোর্ড ভ্যাকসিনটি আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সাথে একযোগে তৈরি করা হচ্ছে। সম্ভাব্য এ ভ্যাকসিন মানুষের জন্য নিরাপদ এবং কার্যকর কি না তা পর্যালোচনা করতে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পাশাপাশি ব্রাজিলেও এর পরীক্ষা চলছে।
অন্য যা যা ঘটছে:
লুবজানা, স্লোভেনিয়া: স্লোভেনিয়ায় দৈনিক করোনাভাইরাস সংক্রমণের হার বেড়েছে এবং বৃহস্পতিবারও দেশটিতে নতুন করে ১ হাজার ৬৬৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে আরও পাঁচজনের।
প্রতিবেশী ক্রোয়েশিয়াও বৃহস্পতিবার সংক্রমণের নতুন দৈনিক রেকর্ড তৈরি করেছে। এ দিনে দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৫৬৩ জন এবং মারা গেছেন আরও ১৩ জন।
উভয় দেশের কর্তৃপক্ষ সতর্ক করেছে যে সংক্রমণের হার যদি বর্তমান গতিতে অব্যাহত থাকে, তবে হাসপাতালগুলোতে শয্যার সংকট দেখা দিতে পারে।
ক্রোয়েশিয়ার বেশ কয়েকটি হাসপাতাল ইতোমধ্যেই কেবল কোভিড-১৯ রোগীদের চিকিৎসা প্রদান করছে এবং আরও বেশি লোকের থাকার জন্য তাঁবু প্রস্তুত করা হচ্ছে।
দুবাই, সংযুক্ত আরব আমিরাত: বৃহস্পতিবার নতুন ১ হাজার ৫৭৮ জন নতুন করোনা রোগী শনাক্ত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে দৈনিক সংক্রমণের রেকর্ড ভেঙেছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ২০ হাজার ৭০০ জনে এবং এ পর্যন্ত ৪৭০ জনের মৃত্যু হয়েছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সংক্রমণের হার বৃদ্ধি পেলেও, পুনরায় সব কিছু চালু করার পথে এগিয়ে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।
ব্রসেলস: বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী সোফি উইলমস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে রয়েছেন।
উইলমস কোভিড-১৯ সংক্রমণের প্রথম ঢেউ দেশে আঘাত হানার সময় দায়িত্বে ছিলেন। এখন আলেকজান্ডার ডি ক্রো নেতৃত্বাধীন নতুন সরকারে তিনি কাজ করছেন।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এলকে প্যাটিন অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, উইলমসের অবস্থা এখন স্থিতিশীল। তার অবস্থা ‘উদ্বেগজনক নয়।’
করোনাভাইরাসে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশ বেলজিয়ামে বর্তমানে আবারও সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
লন্ডন, যুক্তরাজ্য: যুক্তরাজ্যে এক দিনে সর্বাধিক করোনা আক্রান্তের রেকর্ড হয়েছে। বুধবার দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬৮৮ জন এবং মৃত্যু হয়েছে আরও ১৯১ জনের।
দ্বিতীয় দফায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশটিতে গত ১৪ অক্টোবর থেকে তিন স্তরের কঠোর বিধিনিষেধ কার্যকর হয়েছে।
করোনাভাইরাসের অব্যাহত সংক্রমণ রোধেই এসব পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য সরকার।
বুদাপেস্ট: হাঙ্গেরির স্বাস্থ্য কর্তৃপক্ষ করোনা পরীক্ষার সক্ষমতা বাড়ানোয় প্রথমবারের মতো দেশটিতে এক দিনে দুই হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার নতুন ২ হাজার ৩২ জন করোনা আক্রান্ত রোগী হওয়ার মধ্য দিয়ে হাঙ্গেরিতে এ সংখ্যা পৌঁছেছে ৩৫ হাজার ৬৫৩ জনে।
এছাড়া গত ২৪ ঘন্টায় দেশটিতে ১৬ হাজার ৩৬১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যেটি আরেকটি রেকর্ড। মৃত্যু হয়েছে আরও ৪৬ জনের।
করোনা সংক্রমণের তুলনামূলক উচ্চ হার ইঙ্গিত দেয় যে হাঙ্গেরির স্বাস্থ্যসেবা ব্যবস্থায় পরীক্ষার ক্ষমতা এখনও অপর্যাপ্ত।
ওয়ারশ, পোল্যান্ড: স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে বৃহস্পতিবার ১২ হাজারের রেশি করোনা রোগী শনাক্ত হয়েছে এবং তিন কোটি মানুষের এই দেশে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭০ জনের। পুনরায় সংক্রমণ রোধে লকডাউনের মতোই কঠোর বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নিতে যাচ্ছে পোল্যান্ড সরকার।
জনসমাগমস্থলে মাস্ক পরা, যেকোনো অনুষ্ঠান এবং বিয়ের পার্টির ওপর নিষেধাজ্ঞা, দোকানগুলোতে গ্রাহকের সংখ্যা এবং গণপরিবহনে যাত্রীদের সীমাবদ্ধতাসহ নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
বার্লিন: জার্মানিতে করোনাভাইরাস সংক্রমণে দৈনিক রেকর্ড বৃদ্ধির কথা জানিয়েছে দেশটির রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র।