দেশে মহামারি সামাল দেয়া নিয়ে সমালোচনায় থাকা লোপেজ ওব্রাদর তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে বলেন, তিনি চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: সর্বশেষ করোনা পরিস্থিতি: বিশ্বে মোট মৃত্যু ২১ লাখ ২৮ হাজার ছাড়াল
টুইটে তিনি বলেন, ‘আপনাদের দুঃখের সাথে জানাচ্ছি আমি কোভিড-১৯ আক্রান্ত। উপসর্গগুলো হালকা ধরনের তবে আমি ইতোমধ্যে চিকিৎসাধীন আছি। সব সময়ের মতোই আমি আশাবাদী। আমরা সবাই সামনে এগিয়ে যাব।’
মেক্সিকোর মহামারি বিভাগের পরিচালক হোসে লুইস আলোমিয়া জেগারা বলেন, লোপেজ ওব্রাদরের ‘হালকা’ কোভিড-১৯ হয়েছে এবং বাড়িতে আইসোলেশনে আছেন।
মেক্সিকোর প্রেসিডেন্ট জানান, তার সেরে উঠার সময়ে তার পক্ষে প্রতিদিনের সংবাদ সম্মেলন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ওলগা সানচেজ কোরডেরো।
আরও পড়ুন: ভারতে করোনার ভ্যাকসিন নিয়েছেন প্রায় ১৪ লাখ মানুষ
লোপেজ ওব্রাদরকে (৬৭) খুব একটা মাস্ক পরতে দেখা যায়নি এবং বাণিজ্যিক ফ্লাইটে ব্যস্ত ভ্রমণসূচি অব্যাহত রেখেছিলেন। সেই সাথে তিনি দিন এনে দিন খাওয়া অনেক মেক্সিকানের ধ্বংসাত্মক ক্ষতির কথা বিবেচনা করে অর্থনীতি লকডাউন করতে রাজি হননি। ফলশ্রুতিতে দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রায় দেড় লাখ মৃত্যু এবং ১৭ লাখের অধিক আক্রান্ত হয়েছেন। গত সপ্তাহে দেশটিতে সর্বোচ্চ পর্যায়ের সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটে।
আরও পড়ুন: করোনাভাইরাসের বিস্তার রোধে গণপরিবহনে কথা না বলার পরামর্শ
মহামারি শুরুর সময়ে মেক্সিকোকে কিভাবে রক্ষা করছেন তা জানতে চাইলে লোপেজ ওব্রাদর তার মানিব্যাগ থেকে দুটি তাবিজ বের করে গর্বিত ভঙ্গিতে নেড়েচেড়ে দেখিয়েছিলেন। এগুলোকে বলেছিলেন সুরক্ষার ঢাল।
গত নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস মেক্সিকোর নেতাদের করোনাভাইরাস নিয়ে আন্তরিক হওয়ার এবং দেশের নাগরিকদের জন্য উদাহরণ তৈরির আহ্বান জানিয়ে বলেছিলেন, মহামারিতে মেক্সিকো খারাপ অবস্থায় রয়েছে।
আরও পড়ুন: ভ্যাকসিন ক্রয়ে নতুন চুক্তি স্বাক্ষরের ঘোষণা কোভ্যাক্সের