ডালাস শহরের একটি বাড়ি থেকে সোমবার ভোরে ছয়জন বাংলাদেশির মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পুলিশ।
লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান এবং একই পরিবারের সদস্য বলে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে।
টেক্সাসের পুলিশের দাবি অনুযায়ী- পরিবারটির বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ভাই মিলে তাদের বাবা, মা, বোন ও নানিকে হত্যার পর নিজেরা আত্মহত্যা করেছে।
পুলিশের বক্তব্য, এই দুই ভাই বিষণ্ণতায় আক্রান্ত ছিল বলে ঘটনার আগে লেখা ফেসবুক নোটে উল্লেখ করেছে।
দুই ভাইয়ের মধ্যে ছোট ছেলেটি দীর্ঘ ফেসবুক নোটে তাদের বিষণ্ণতায় ভোগার ইতিহাস, হত্যার পরিকল্পনা ও ঘটনা সম্পর্কে বিশদ বর্ণনা দিয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাসের সেক্রেটারি নাহিদা আলী বিবিসিকে বলছেন, আকস্মিক এ ঘটনায় টেক্সাসের পুরো বাংলাদেশি সম্প্রদায় হতবাক হয়ে পড়েছে।
‘পরিবারটি একদম শান্তিপ্রিয় ছিল এবং প্রতিবেশীসহ অন্যদের সহযোগিতার জন্য সুনাম ছিল তাদের। তিনটি বাচ্চাই খুব মেধাবী ছিল। ছোট ছেলেটি ফেসবুকে একটি নোট দিয়ে গেছে। সেখানে সে বলেছে সে ও তার ভাই বিষণ্ণতায় ভুগছিল দীর্ঘদিন ধরে,’ তিনি বলেন।
পুলিশ জানিয়েছে, গত শনিবার এই হত্যাকাণ্ড ও আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
তাদের পরিবারের আরও সদস্য যুক্তরাষ্ট্রের আছেন এবং খবর পেয়ে তারা সেখানে রওনা হয়েছেন।
আত্মহত্যাকারী দুই ভাই ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিনের শিক্ষার্থী ছিল।