মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন।
স্থানীয় সময় রবিবার বিকেলে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কার্টার সেন্টার।
রবিবার কার্টার সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এ ক বার্তায় বলে, ‘আমাদের প্রতিষ্ঠাতা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার, আজ বিকেলে জর্জিয়ার প্লেইন্সে মারা গেছেন।’
১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জিমি কার্টার। তার বয়স হয়েছিল ১০০ বছর।
কার্টারের প্রেসিডেন্ট থাকাকালে ১৯৭৮ সালের ডিসেম্বর মাসে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতি জারি করে। এতে গণপ্রজাতন্ত্রী চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়। ১৯৭৯ সালের ১ জানুয়ারি, উভয় দেশ আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
কার্টার ১৯৭৭ সালে পানামা খাল চুক্তি স্বাক্ষর করেন, যা ২০০০ সাল থেকে পানামাকে পানামা খাল অঞ্চলের পূর্ণ অধিকার ফিরিয়ে দেয় এবং এর নিরপেক্ষতা নিশ্চিত করে।
এছাড়াও, তিনি ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের সাক্ষী ছিলেন। এটি তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন স্বাক্ষর করেছিলেন।
প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে, কার্টার ও তার স্ত্রী একটি বেসরকারি সংস্থা কার্টার সেন্টার প্রতিষ্ঠা করেন।
কার্টার ১৯২৪ সালের ১ অক্টোবর দক্ষিণ-পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন একজন কৃষক, যিনি বিশালা এলাকাজুড়ে বাদাম খেতের মালিক ছিলেন।
কার্টারের স্ত্রী রোজালিন ২০২৩ সালের নভেম্বরে মারা গেছেন। ৭৭ বছর ধরে বৈবাহিক সম্পর্কে ছিলেন তারা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো প্রেসিডেন্টের সবচেয়ে দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবন হিসেবে স্থান করে নিয়েছে।
কার্টার ছিলেন দেশের সবচেয়ে দীর্ঘজীবী সাবেক প্রেসিডেন্ট।