পুলিশের রিজার্ভ সদস্যদের অপহরণকারী সন্দেহভাজন চরমপন্থীদের ধরতে ওয়াজির কাউন্টিতে অভিযান চালানো ১৩ পুলিশ সদস্যের মধ্যে এ ১০ জন বোমা বিস্ফোরণে মারা যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার পুলিশ জানায়, তাদের ধারণা মতে সোমালিয়া ভিত্তিক আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর একদল বন্দুকধারী পূর্ব ওয়াজিরে হামলা চালিয়ে রিজার্ভ পুলিশের তিন সদস্যকে অপহরণ করে নিয়ে যায়।
শনিবারের হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে আল-শাবাব প্রায়ই কেনিয়ান নিরাপত্তা বাহিনীগুলোকে লক্ষ্যবস্তু করে থাকে।
সাম্প্রতিক মাসগুলোতে আল-কায়েদার সাথে সম্পর্ক থাকা আল-শাবাব পুনরায় অপহরণ শুরু করেছে।
গত এপ্রিলে এ জঙ্গি গোষ্ঠী মানদিরা কাউন্টিতে দুই কিউবান চিকিৎসককে অপহরণ করে ১৫ লাখ মার্কিন ডলার মুক্তিপণ দাবি করে।
নভেম্বরে দক্ষিণ কেনিয়ার উপকূলীয় অঞ্চল থেকে ইতালিয়ান স্বেচ্ছাসেবক সিলভিয়া রোমানোকে আল-শাবাবের সাথে সংযুক্ত বন্দুকধারীরা অপহরণ করেন। তাকে আর পাওয়া যায়নি।