এছাড়া, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার স্বামী ডগলাস এমহফ আগামী সপ্তাহে ডোজ নেবেন।
আরও পড়ুন:কে এই জো বাইডেন?
এর আগে শুক্রবার দেশটির ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, হাউস স্পিকার ন্যান্সি পেলোসি টিকার ডোজ নেন।
আরও পড়ুন: করোনার দ্বিতীয় ভ্যাকসিন অনুমোদনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাদের এসব পদক্ষেপের মাধ্যমে প্রাণঘাতী মহামারির বিরুদ্ধে কিছুটা হলেও প্রতিরোধের দেয়াল গড়ে তোলার প্রতিশ্রুতি দেয়া টিকার বিষয়ে জনগণের আস্থা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
প্যাসাকি সাংবাদিকদের বলেন, মাইক পেন্সের মতো বাইডেনও জনসমক্ষে ডোজটি গ্রহণ করবেন।
আরও পড়ুন:বাইডেনের জয় মেনে নিলেন রিপাবলিকানরা
তিনি বলেন, ডেলাওয়ারে টিকা গ্রহণের পর বাইডেন সেখানকার মেডিকেল কর্মীদের ধন্যবাদ জানাবেন।
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন তার প্রথম স্ত্রী নিলিয়া ও শিশু কন্যাকে হারানোর ৪৮তম বার্ষিকী উপলক্ষে গির্জায় প্রার্থনা করেছেন।
আরও পড়ুন:ইলেক্টোরাল ভোটেও নিশ্চিত হলো বাইডেনের জয়
১৯৭২ সালে বড়দিনের আগে ক্রিসমাস ট্রি কিনতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিলিয়া নিহত হন। তার মেয়ে নাওমিও দুর্ঘটনায় মারা যান।
ঘটনাটি ছিল তার প্রথম সিনেট নির্বাচিত হওয়ার পরপরই। সেই থেকে ৩০ বছর একাধারে সিনেট সদস্য হিসেবে ওয়াশিংটনে অফিস করেছেন বাইডেন।
আরও পড়ুন:টাইম ম্যাগাজিনের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ বাইডেন-কমলা
তিনি শুক্রবার স্ত্রী জিল বাইডেনকে নিয়ে ডেলাওয়ার রাজ্যে বাড়ির পাশের গির্জায় প্রার্থনায় অংশ নেন।