চীন দেশটির উত্তরঞ্চলীয় শানসি প্রদেশের তাইয়ুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে ১৬টি নতুন স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে।
বেইজিং সময় দুপুর ১২টা ৫০ মিনিটে লং মার্চ-৬ ক্যারিয়ার রকেটের মাধ্যমে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়েছে। এদের মধ্যে একটি জিলিন-১ গাওফেন ০৩ডি০৯ স্যাটেলাইট ও ইউনিয়াও-১০৪-০৮ স্যাটেলাইট রয়ছে। উৎক্ষেপণ করা স্যাটেলাইটগুলো সফলভাবে পরিকল্পিত কক্ষপথে প্রবেশ করেছে।
আরও পড়ুন: চীনের সামরিক মহড়ার জেরে তাইওয়ানের বিমানের ফ্লাইট বাতিল
স্যাটেলাইটের নতুন ব্যাচ মূলত বাণিজ্যিক রিমোট সেন্সিং ও বায়ুমণ্ডলীয় ইমেজিংয়ের মতো ক্ষেত্রে ব্যবহৃত হয়।