ফ্রান্সের নেয়া পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে রাশিয়া ৩৪ জন ফরাসি কূটনীতিককে বহিষ্কার করেছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফরাসি কূটনীতিকদের দেশটি ছাড়তে দুই সপ্তাহের সময় দিয়েছে রাশিয়া। বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ১২ রুশ কূটনীতিককে বহিষ্কার করল গ্রিস
এর আগে এপ্রিলে কূটনৈতিক মর্যাদাসহ ৩৫ জন রুশ নাগরিককে বহিষ্কার করে ফ্রান্স। ফ্রান্সের এ পদক্ষেপ বিভিন্ন ইউরোপীয় রাজধানী থেকে তিন শতাধিক রুশ নাগরিককে দেশে ফেরত পাঠানোরই অংশ।
ওই মাসের শেষের দিকে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিক হিসেবে পরিচয় দেয়া ছয় রুশ এজেন্টকে ‘পার্সোনা নন গ্রাটা’ বা অবাঞ্ছিত ঘোষণা করে। এর মানে হলো তাদের কূটনৈতিক মর্যাদা প্রত্যাহার করা।