করোনাভাইরাস সংক্রমণ সীমিত রাখতে দেশের আট রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) সব কারখানার ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
সংস্থার মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে সার্বিক করোনাভাইরাস পরিস্থিতি অপরিবর্তিত থাকায় বেপজার অধীনস্থ দেশের আট ইপিজেডের সব কারখানা ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।
শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে সরকারি সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে উল্লেখ করে বেপজা জানায়, যেসব কারখানার জরুরি শিপমেন্ট আদেশ আছে এবং যারা সুরক্ষা সরঞ্জাম তৈরি করছে তারা এ সিদ্ধান্তের বাইরে থাকবে।
এর আগে বেপজা ৫ এপ্রিল ঘোষণা দিয়েছিল যে কারখানাগুলো ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।