বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আমদানি-রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্ট, ব্যবসায়ী, শ্রমিক সংগঠনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
আগামী ৫ আগস্টে এ বন্দরে দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।
আগামী ৩০ জুলাই থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের পাথরসহ সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ছুটির সময়ে বন্দরের স্বাভাবিক কার্যক্রম সরকারি নিয়মানুযায়ী চলবে।
পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা জানান, গত ২১ জুলাই অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।
‘কিন্তু বন্দরে পচনশীল খাদ্যদ্রব্য তথা বিপুল পরিমাণ ভুট্টা, আদা, ডালের গাড়ি আটকে যাওয়ায় একদিন ছুটি কমিয়ে রিসিডিউল করে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে,’ বলেন তিনি।