শুক্রবার সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, ‘সিলেটের ব্যবসায়ীদের এ সিদ্ধান্ত সরকারের প্রতিও একটা বড় বার্তা। আমরা চাই আগে জীবন, পরে জীবিকা।’
‘কেবল পোশাকের দোকান নয়, নিত্যপণ্য ছাড়া সব ধরণের দোকানপাট ও বিপণিবিতান ঈদ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে,’ যোগ করেন তিনি।
সিলেটের ব্যবসায়ীদের এ সিদ্ধান্তকে অভূতপূর্ব উল্লেখ করে মেয়র আরিফুল হক বলেন, ‘আবারও প্রমাণ হয়েছে সিলেটের ব্যবসায়ীরা ব্যবসার আগে মানুষের জীবনের নিরাপত্তাকে প্রাধান্য দেন এবং জাতীয় দুর্যোগে তারা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন।’
তিনি বলেন, ‘এখন যেভাবে চলছে, নিত্যপণ্য ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ, ঈদ পর্যন্ত একইভাবে সবকিছু বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।’
বৈঠকে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্সের সহ-সভাপতি শফিউল আলম নাদেলসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার নগরীর নয়াসড়ক ব্যবসায়ী সমিতি তাদের এলাকার কোনো ব্যবসা প্রতিষ্ঠান না খোলার সিদ্ধান্তের কথা জানায়।