ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির (এফবিসিসিআই) উদ্যোগে এবং ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) সলভ-এর সহযোগিতায় শনিবার এ ভার্চুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ৫০০-এরও বেশি নিবন্ধনকারীদের মধ্য থেকে প্রাথমিকভাবে ১৫০ জনকে নির্বাচন করা হয়েছে।
আরও পড়ুন: এফবিসিসিআইয়ের সিইও মাহফুজুল, ডেপুটি সিইও ফেরদৌস
বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে পারে: এফবিসিসিআই
অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে গঠিত মোট ১৪টি দলের মধ্য থেকে বিভিন্ন দক্ষতা যাচাই-বাছাইয়ের শেষে সেরা তিনটি দল নির্বাচন করা হবে এবং পরবর্তীতে এই স্টার্টআপগুলোকে অর্থায়ন এবং এমআইটি সলভ ২০২১ গ্লোবাল চ্যালেঞ্জে অংশগ্রহণ করার ব্যবস্থা করা হবে।
স্টার্টআপগুলোর প্রশিক্ষণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের এমআইটি, সিঙ্গাপুরের একসিলারেটিং এশিয়া, কানাডার সেনেকা কলেজ এবং কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের মতো আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি করেছে এফবিসিসিআই টেক সি।
এফবিসিসিআই ভার্চুয়াল সলভেথনে অংশগ্রহণকারীরা এমআইটির ২০২১ চ্যালেঞ্জের চারটি থিম- রিজিলেন্ট ইকোসিস্টেম: কার্বন প্রশমনসহ ইকোসিস্টেম সার্ভিস সংরক্ষণ এবং জোরদার করা, হেলথ সিকিউরিটি অ্যান্ড প্যান্ডেমিকস: স্বাস্থ্য সুরক্ষা হুমকি এবং রোগের প্রকোপের প্রভাব থেকে মানুষকে রক্ষা করা, ইকুইটেবল ক্লাসরুমস অ্যান্ড লার্নিং স্পেসেস: পরবর্তী প্রজন্মের জন্য শেখার পরিবেশ পুনর্বিবেচনা করা এবং ডিজিটাল ইনক্লুশন ফর ইকোনমিক জাস্টিস: প্রত্যেকের জন্য ডিজিটাল কমার্স এবং পাবলিক সার্ভিসের ন্যায়সঙ্গত সংযোগ নিশ্চিত করার কার্যকরী সমাধানের আইডিয়া নিয়ে কাজ করেছে।
আরও পড়ুন: এফবিসিসিআই সভাপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ
আল রশিদ ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স দিলো এফবিসিসিআই
এমআইটি সলভ ম্যাসাচুসেট্স ইনস্টিটিউট অব টেকনোলজির একটি যুগান্তকারী উদ্যোগ যা বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর দীর্ঘমেয়াদি সমাধান দিতে পারবে। প্রতি বছর সলভ স্টেকহোল্ডার বিশেষজ্ঞদের দ্বারা চারটি বৈশ্বিক চ্যালেঞ্জ ডিজাইন করে থাকে। যার মধ্যে তারা রূপান্তরমূলক পরিবর্তন চালাতে সবচেয়ে সম্ভাবনাময় সমাধান প্রদানকারী দলটি বেছে নিতে পারবে। এরপর ব্যক্তিগত, সরকারি এবং মুনাফাবিহীন নেতাদের সমন্বয়ে বৈশ্বিক কমিউনিটি গঠন করে এবং এই কমিউনিটি সমাধান প্রদানকারী দলগুলোর সাথে অংশীদারিত্ব গঠনে সাহায্য করে। আর এই অংশদারিত্বের ফলে দলগুলো তাদের প্রভাব বিস্তারে সক্ষম হয়।
বাংলাদেশের সকল খাতভিত্তিক সংগঠন ও চেম্বারগুলো এফবিসিসিআইয়ের সদস্য। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এফবিসিসিআই বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এবং এটি দেশের সামগ্রিক ব্যবসায়ীক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।