বাংলাদেশ ব্যাংক (বিবি) জানিয়েছে, দুর্বল ব্যাংকগুলোকে আগামী ডিসেম্বরের মধ্যে সবল ব্যাংকগুলোর সঙ্গে একীভূত হতে হবে, তা না হলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একীভূতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে ব্যাংকটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ২০২৪ সালের ডিসেম্বরের পর, কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে কোন ব্যাংক কার সঙ্গে একীভূত হবে এবং ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ একীভূতকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারাবে।
সংবাদপত্রে প্রকাশিত ব্যাংকের স্বাস্থ্য সূচকের (বিএইচআই) প্রতিবেদন সম্পর্কে তিনি বলেন, এতে ব্যাংকগুলোর প্রকৃত স্বাস্থ্য নেই। এটি কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন বিভাগের তৈরি একটি আংশিক প্রতিবেদন যার মাধ্যমে ব্যাংকিং খাতের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা হয়।
আরও পড়ুন: বাণিজ্যিক ব্যাংকের জন্য মার্কিন ডলার-টাকা বিনিময় চালু করল বাংলাদেশ ব্যাংক
মেজবাউল বলেন, বাংলাদেশ ব্যাংকের প্রবিধানের অংশ হিসেবে ত্রৈমাসিক ও অর্ধ-বার্ষিক ভিত্তিতে ব্যাংকের কার্যক্রম ও আর্থিক স্বাস্থ্যসংক্রান্ত প্রতিবেদন তৈরি করা হয়।
বিএইচআই প্রতিবেদনে হলুদ বিভাগের তালিকায় কিছু সবল ব্যাংকও তালিকাভুক্ত করা হয়েছে এমন প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, কেন্দ্রীয় ব্যাংক সাধারণত একটি নির্দিষ্ট ব্যাংকের প্রকৃত ব্যালেন্সের ভিত্তিতে কাজ করে, অনুমানের ওপর নয়।
শক্তিশালী ব্যাংকের সঙ্গে ১০টি দুর্বল ব্যাংকের একীভূতকরণের বিষয়ে, কেন্দ্রীয় ব্যাংকের একজন মুখপাত্র বলেন, বৈশ্বিক মান বজায় রাখতে ব্যাংকগুলোকে একীভূত করা হবে এবং আমানতকারীরা এই প্রক্রিয়ার মাধ্যমে প্রভাবিত হবে না।
তবে, বিএইচআই (ব্যাংক স্বাস্থ্য সূচক) শিরোনামে কেন্দ্রীয় ব্যাংকের একটি গোপন প্রতিবেদনে জানা যায়, প্রায় ২৯টি ব্যাংক হলুদ জোনে ছিল, যার অর্থ তাদের আর্থিক স্বাস্থ্য সবল ও ভঙ্গুরের মাঝামাঝিতে রয়েছে।
আরও পড়ুন: হুন্ডি অভিযানে দিনে ২০০ মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস অ্যাকাউন্ট বন্ধ করছে বাংলাদেশ ব্যাংক: গভর্নর
প্রতিবেদনটিতে ব্যাংকগুলোকে যাচাইয়ের জন্য আন্তর্জাতিক ‘ক্যামেলস’ রেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
এই রেটিং সিস্টেম ব্যবহার করে ব্যাংক তত্ত্বাবধানের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ ছয়টি বিষয় ধরে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরীক্ষা করে থাকে। ছয়টি রেটিং সূচক হলো- মূলধনের পর্যাপ্ততা, সম্পদের গুণমান, ব্যবস্থাপনা, উপার্জন, তারল্য এবং বাজারের ঝুঁকির প্রতি সংবেদনশীলতা।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা বিভাগের ‘ব্যাংকস হেলথ ইনডেক্স অ্যান্ড হিট ম্যাপ’ শীর্ষক দ্বিবার্ষিক প্রতিবেদনের সর্বশেষ সংস্করণ অনুসারে, ‘রেড জোনে’ যে ব্যাংকগুলো রয়েছে- এবি, ন্যাশনাল, বাংলাদেশ কমার্স, পদ্মা, বেসিক, ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অব পাকিস্তান, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংক।
‘লাল’ ও ‘হলুদ’ জোনে থাকা ব্যাংকগুলোর ওপর নজরদারি বাড়াতে হবে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প অনেক দেশের জন্য অনুপ্রেরণা: বিশ্বব্যাংক এমডি