শুক্রবার বিকালে জুম অনলাইন অনুষ্ঠানে নতুন এ প্রযুক্তির উদ্ভোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বর্তমান করোনা মহামারীর সময়ে এই ধরনের একটি উদ্যোগ বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল ইন্ডাস্ট্রিকে বিশ্ব দরবারে প্রশংসিত করবে। এ ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যক্তিগত ব্যবহার ছাড়াও হাসপাতালগুলোতে ব্যবহার হতে পারে।’
বক্তারা আরও বলেন, ‘বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারি প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ হিসেবে টেক্সটাইল খাতের সুইস উদ্ভাবক প্রতিষ্ঠানটির করোনা কিলার স্বল্পতম সময়ের মধ্যে করোনাভাইরাসসহ বেশিরভাগ ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া ধ্বংস করে দিতে পারে।’
তারা দাবি করেন, ‘উন্নত সিলভার এবং ভ্যাসিকাল প্রযুক্তির বিশেষ মিশ্রণে তৈরি অ্যান্টি মাইক্রোবিয়াল করোনা কিলার মাত্র দুই মিনিটে ৯৯.৯৯% ভাইরাসকে ধ্বংস করবে এবং ২০ বার ধোঁয়ার পরেও ট্রিটেড টেক্সটাইল সামগ্রীতে এটি কার্যকর থাকবে।’
বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী যেমন- পিপিই, ফেইস মাস্ক, আইসোলেশন গাউন, ওভারঅল, সু-কাভার, ডেনিম, নন-ডেনিম, প্যান্ট, শার্ট, লেডিস ওয়ার, টি-শার্ট, পলো শার্ট, হোম টেক্সটাইল, হাসপাতালের ইউনিফর্ম এবং এয়ার ফিল্টারে এ প্রযুক্তি ব্যবহার করা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রুট গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাজ্জাকুল হোসেন টুটুল এবং সিইও বাশার খানসহ বিদেশি ব্র্যান্ড কোম্পানির কয়েকজন ক্রেতা সংযুক্ত ছিলেন।