দুই দেশ বৃহস্পতি ও শক্রবার হ্যানয়ে জয়েন্ট ট্রেড কমিটির (জেটিসি) দ্বিতীয় বৈঠকে বসে এবং দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করে।
ঢাকা ও হ্যানয়ের মাঝে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয় এবং কৃষি বাণিজ্য ও বাংলাদেশ থেকে ভিয়েতনামে ওষুধ রপ্তানিসহ ১১টি অগ্রাধিকার খাত চিহ্নিত করা হয়।
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ভিয়েতনামের বিনিয়োগ, আইসিটি খাতে সহযোগিতা, বস্ত্র ও পোশাক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা, হালাল পণ্যের বাণিজ্য, সফটওয়ার সেবার বাণিজ্য, সরাসরি বিমান যোগাযোগ, পাট ও পাটজত পণ্যের বাণিজ্যের প্রসার, ব্যাংকিং খাতে সহযোগিতা এবং পর্যটন খাতে (বৌদ্ধ পর্যটনসহ) সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন এবং ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী কাও কোয়াক হোং জেটিসি বৈঠকে নিজ দেশের নেতৃত্ব দেন।
ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ-পূর্ব এশিয়া) এমজেএইচ জাবেদ বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হিসেবে বৈঠকে যোগ দেন।