শুক্রবার বিকালে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান মেলার উদ্বোধন ঘোষণা করেন।
বিসিক চেয়ারম্যান বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেলার আয়োজন করে করোনা ক্ষতিগ্রস্ত সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে বিসিক। স্বাস্থ্যববিসিক স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে যাতে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনাভাইরাসের কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন।’
আরও পড়ুন: প্রাণ ফিরে পাচ্ছে বিসিক কুমিল্লা, খুলছে বন্ধ হয়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান
বগুড়ায় মাসব্যাপী বিসিক শিল্প পণ্য মেলা শুরু
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান মেলায় আগত উদ্যোক্তা ও ক্রেতা-বিক্রেতাদের যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
তিনি বলেন, ‘করোনাভইরাসের কারণে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের সহযোহিতা করা হবে।’
মেলায়, ৫০টি স্টলে হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রী, পাট ও পাটজাত পণ্য, পাটের তৈরি জুতা, পরিবেশবান্ধব চুলা, বিকল্প জ্বালানি, ঘরের অভ্যন্তরীণ সাজ-সজ্বা সামগ্রী, পরিবেশবান্ধব ইট, নার্সারি পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশিয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। মেলা প্রতিদিন বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।
আরও পড়ুন: গ্লোবাল বিজনেস অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড পেলেন বিসিক চেয়ারম্যান
রাজশাহীতে মাসব্যাপী বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলা শুরু
তরুণ ও নারী উদ্যোক্তাকে বিজনেস ইনকিউবেশন সুবিধা দেবে বিসিক
উদ্বোধনী অনুষ্ঠানে নেত্রকোণার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মোস্তাক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।