সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রাম দুই পুঁজিবাজারেই সূচকের উত্থান হয়েছে। চট্টগ্রামের বাজারে লেনদেন বাড়ার পাশাপাশি ঢাকায় লেনদেন ছাড়িয়েছে ৫০০ কোটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (২৪ ফেব্রুয়ারি) সারাদিনের লেনদেনে প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১০ পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস ৩ এবং ব্লু-চিপ ডিএস-৩০ বেড়েছে ৫ পয়েন্ট।
ডিএসইতে মোট ৫৪৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪৮৭ কোটি টাকা। লেনদেন হওয়া ৩৯৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩, কমেছে ১৫৪ এবং অপরিবর্তিত আছে ৭১ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরিরভিত্তিতে বেশিরভাগ কোম্পানির দাম বাড়লেও ‘এ’ ক্যাটাগরিতে দাম বেড়েছে ৭৫ কোম্পানির, বিপরীতে দাম কমেছে ৯৫ কোম্পানির।
লেনদেন হওয়া ৩৭ মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিরভাগরই দাম ছিল অপরিবর্তিত। ৫ মিউচুয়াল ফান্ডের দরবৃদ্ধি এবং ১৩ ফান্ডের দরপতনের বিপরীতে দাম বাড়েনি কিংবা কমেনি এমন কোম্পানির সংখ্যা ১৯।
আরও পড়ুন: পুঁজিবাজারের প্রথম ঘণ্টায় ঢাকায় উত্থান, চট্টগ্রামে পতন
ব্লক মার্কেটে মোট ২৩ কোম্পানির ৪০ লাখ শেয়ার ১৫ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে। এরমধ্যে বিচ হ্যাচারি লিমিটেড সর্বোচ্চ ৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
ডিএসইতে একদিনে ৯ দশমিক ৮৪ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে কাত্তালি টেক্সটাইল লিমিটেড। অন্যদিকে ৩ দশমিক ৮০ শতাংশ দাম কমে তলানিতে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
চট্টগ্রামেও উত্থান
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৫৬ পয়েন্ট। লেনদেন হওয়া ২০৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯, কমেছে ৭১ এবং অপরিবর্তিত আছে ২৮ কোম্পানির শেয়ারের দাম।
সারাদিনে সিএসইতে মোট ৩১ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে যা গতদিন ছিল ১০ কোটি টাকা।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে ৯ দশমিক ৮৯ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। অন্যদিকে ৭ দশমিক ৭৭ শতাংশ দাম কমে তলানিতে রানার অটোমোবাইলস পিএলসি।