ঢাকার পুঁজিবাজারে টানা পাঁচ কার্যদিবসে সূচকের পতন দিয়ে শেষ হয়েছে এ সপ্তাহের লেনদেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে সার্বিক সূচক দাঁড়িয়েছে পাঁচ হাজার ১৩৩ পয়েন্টে।
বছাইকৃত শেয়ার ব্লুচিপ ডিএস-৩০ কমেছে ৪ পয়েন্ট আর শরীয়াভিত্তিক শেয়ার ডিএসইএসের সূচক কমেছে ৬ পয়েন্ট।
গত দিনের তুলনায় আজ (বৃহস্পতিবার) ৪৩ কোটি টাকা কম লেনদেন হয়েছে। ১ লাখ ২৯ হাজার শেয়ার ১৪ কোটি ৮৩ লাখ বার হাতবদলের মাধ্যমে এদিন মোট লেনদেন হয়েছে ৩৬৩ কোটি টাকা।
সূচক কমার পাশাপাশি দাম কমেছে বেশির ভাগ কোম্পানির। এর মধ্যে ১৪১ কোম্পানির দাম বেড়েছে, ১৯৬টির কমেছে এবং ৬২ কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত আছে।
ডিএসইর ‘এ’ ক্যাটাগোরির ২২০ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৮৮টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত আছে ৩৬টি কোম্পানির শেয়ারের দাম। ‘বি’ ক্যাটাগরিতে ৮৮টি কোম্পানির মধ্যে বেড়েছে ২৪টির, কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত আছে ১১টি কোম্পানির শেয়ারের দাম।
এছাড়া ‘জেড’ ক্যাটাগরির ৮৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত আছে ১৪টি কোম্পানির শেয়ারের দাম।
এদিন বেশিরভাগ মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম কমেছে। ৩৭টি মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত আছে ১৮টির দাম।
বৃহস্পতিবার সি অ্যান্ড এ টেক্সটাইল কোম্পানিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করেছে ডিএসই। এই কোম্পানির শেয়ার কেনার জন্য কোনো ধরনের ঋণ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউজগুলোকে।
এদিকে, বিনিয়োগকারীদের গত বছর জুলাই প্রান্তিকের লভ্যাংশের টাকা দিয়েছে ইফাদ অটোস পিএলসি। বিগত এক দশকে সর্বনিম্ন লভ্যাংশ দিয়েছে ইফাদ। শেয়ারপ্রতি বিনিয়োগকারীরা লভ্যাংশ পেয়েছেন মাত্র ১ শতাংশ হারে।
অপরদিকে, পতনের ধারা অব্যাহত রয়েছে চট্টগ্রামের পুঁজিবাজারেও। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৪৩ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ৫৫ দশমিক ৩১ পয়েন্ট কমে যথাক্রমে ১ হাজার ৯৬ দশমিক ৩৫ পয়েন্টে ও ১১ হাজার ৭৫৯ দশমিক ৫০ পয়েন্টে অবস্থান করছে। আর সিএসআই সূচক ৫ দশমিক ১৪ পয়েন্ট কমে ৯৩৪ দশমিক ৫৯ পয়েন্টে অবস্থান করছে।
শুধু সূচকের পতন নয়, আজ লেনদেনও কমেছে সিএসইতে। গত দিনের তুলনায় বৃহস্পতিবার ৪ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন কম হয়েছে। দিন শেষে দেখা গেছে, সারা দিনে লেনদেন হয়েছে মোট ৪ কোটি ৭২ লাখ টাকা, যা গত কার্যদিবসে ছিল ৯ কোটি ৪০ লাখ টাকা।
সিএসইতে লেনদেন হওয়া ১৭৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৫৭টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত আছে ২৫টি কোম্পানির শেয়ারদর।