দেশে করোনভাইরাসের বিস্তার রোধে পোশাক কারখানা বন্ধ রাখার বিষয়টি বাণিজ্যমন্ত্রীকে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
শনিবার পোশাক শ্রমিকদের রাজধানীতে ফিরে আসার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের বেশ কয়েকটি ফোন কল পেয়ে ডিএসসিসি মেয়র এ আহ্বান জানান।
ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, নগর ভবনে মেয়র খোকন খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
সরকারের সাধারণ ছুটি ঘোষণার ১০ দিন পর শনিবার হাজার হাজার পোশাক শ্রমিক রাজধানীতে ফিরতে শুরু করেন।
যদিও সরকার ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি আরও সাত দিন বাড়িয়েছে, কিন্তু বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নেতারা পোশাক খাতে ছুটি বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি।
ফলে, করোনোভাইরাস ছড়িয়ে যাওয়ার ঝুঁকির মধ্যেই হাজার হাজার পোশাক শ্রমিক শুক্রবার থেকে ঢাকায় আসতে শুরু করেন।