বাংলাদেশের ৩৪ জন প্রদর্শক তাদের পণ্য সামগ্রী নিয়ে এতে অংশ নিচ্ছে।
এ উপলক্ষ্যে জার্মানিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর মো. সাইফুল ইসলাম অ্যাম্বিয়েন্তে ২০২০ পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রদর্শকদের উৎসাহ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন।
আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীর মধ্যে ডাইনিং, কুকিং, গৃহস্থালি পণ্য, ঘর সাজানোর জিনিস, ইন্টেরিওর ডিজাইন, উপহার, গহনা এবং ফ্যাশন সামগ্রীর সবচেয়ে পরিচিত এবং বিখ্যাত প্রদর্শনী অ্যাম্বিয়েন্তে সমগ্র বিশ্বের জন্য দ্বার উন্মুক্ত করে।
বিশাল পণ্য সম্ভার নিয়ে ভারতের পরে দক্ষিণ এশিয়া থেকে অংশগ্রহণের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এই প্রদর্শনী সমগ্র বিশ্বের কাছে তাদের পণ্য তুলে ধরতে বাংলাদেশি প্রদর্শকদের সাহায্য করে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ক্রেতারা ভিড় করেন এই বিশ্বখ্যাত প্রদর্শনীতে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের প্রদর্শনীতে মোট ৩৪ জন প্রদর্শক বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং তাদের পণ্য নিয়ে অংশ নিচ্ছেন। তাদের মধ্যে রয়েছে- প্যারাগন সিরামিক, শাইন পুকুর, পিপলস সিরামিক, মুন্নু সিরামিক, ফার সিরামিকস, সান ট্রেড, আরএফএল প্লাস্টিক্স প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব স্ট্যান্ড সহ অংশ নিবে। এছাড়া প্রকৃতি, সৈয়দপুর এন্টারপ্রাইজ, আর্টিসান হাউজ, এসিক্স বিডি, অরণ্য ক্রাফট্স রপ্তানি উন্নয়ন ব্যুরোর আওতায় অংশ নিবে।
শাইনপুকুর সিরামিকের বিপণন বিভাগের প্রধান তানভিরুল ইসলাম জানান, এ বছর তারা ২০তম বারের মত অ্যাম্বিয়েন্তে প্রদর্শনীতে অংশগ্রহণ করছেন। যেহেতু আমাদের বেশিরভাগ ক্রেতাই এখানে আসেন, তাই সিরামিক পণ্য প্রস্তুতকারক এবং রপ্তানিকারকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী। আমরা আশা করছি এবারেও আমাদের প্রদর্শনী ক্রেতাদের নজর কাড়বে।
মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক রশিদ মাইমুনুল ইসলাম বলেন, আমরা ১৯৮৮ সাল থেকে প্রতিবছর অ্যাম্বিয়েন্তেতে প্রদর্শন করছি। হল ১০ থেকে এই প্রদর্শনীতে আমাদের অংশগ্রহণ শুরু যখন আমরা একটি ছোট প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শনী শুরু করি। সেখান থেকে এখন আমরা একটি জনপ্রিয় গ্লোবাল ব্র্যান্ড হিসেবে মর্যাদাপূর্ণ হল ৪ দশমিক ২ এ স্টল নিচ্ছি। অ্যাম্বিয়েন্তে বিশ্বজুড়ে গ্রাহকদের কাছে আমাদের নতুন পণ্য ও ডিজাইন প্রদর্শনের জন্য একটি উপযুক্ত জায়গা। প্রতি বছর হাজার হাজার গ্রাহক এই প্রদর্শনীতে আসেন। আমরা আশা করছি একটি ভালো হলে স্থান পেয়েছি বলে আমরা এই বছর আরও বেশি প্রিমিয়াম মার্কেট বিভাগে ব্যবসা পেতে সক্ষম হব।
প্যারাগন সিরামিকের সিনিয়র ম্যানেজার (ল্যাব, কিউএ, কিউএ, আইই) সুহান আহমেদ জানান, প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ২০১০ সালে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এই প্রদর্শনীতে তারা ১০ম বারের মত অংশ নেয়া। ইউরোপই তাদের প্রধান বাজার, আর প্রতি বছরই এই প্রদর্শনী থেকে তারা কিছু নতুন ক্রেতাও পান এবং তাদের এখনকার ক্রেতাদের সাথে সরাসরি যোগাযোগের এটি একটি ভালো জায়গা। এই প্রদর্শনীটি ক্রমবর্ধমান বাজার এবং বিশ্বব্যাপী নতুন পণ্যের ধারণা পাওয়ার জন্য খুবই সহায়ক।
আরএফএল গ্রুপের আন্তর্জাতিক মার্কেটিং বিভাগের জিল্লুর রহমান মজুমদার জানান, তিনি এ বছর অ্যাম্বিয়েন্তেতে অংশ নিতে পেরে সন্তুষ্ট। এবারে তারা ১০ম বারের মতো এই প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। আমাদের ব্যবসা নীতি ও পরিকল্পনা ক্ষেত্রে এই প্রদর্শনীটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের বেশিরভাগ গৃহস্থালি বাসনের ক্রেতা এই প্রদর্শনী থেকেই পাই।