দেশ ও দেশের বাইরে অনলাইন চ্যানেল তৈরি ও বাজার সম্প্রসারণের লক্ষে সম্প্রতি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি দেশের বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস দারাজের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর (এমওইউ) করেছে।
এই চুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের জন্য দুর্দান্ত সব স্মার্ট ডিভাইস নিয়ে আসবে রিয়েলমি এবং একযোগে গ্রাহকের চাহিদা পূরণের মাধ্যমে উভয় প্রতিষ্ঠান নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ।
আরও পড়ুনঃ বাজারে এসেছে রিয়েলমি সি২৫এস ও স্টাইলিশ ইয়ারবাডস বাডস কিউ২
রিয়েলমি’র সাউথ ইস্ট এশিয়া এবং সাউথ এশিয়ার ই-কমার্স হেড টনি লিন বলেন, ‘রিয়েলমি দেশে ও বিশ্বব্যাপী দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড। আমরা যে বাজারে প্রতিনিধিত্ব করি, সে বাজারের সাথে সমন্বয় সৃষ্টিতে আমরা অগ্রণী ভূমিকা পালন করি। তরুণদের প্রযুক্তির ব্যবহারকে আরও সমৃদ্ধ করতে, রিয়েলমি দারাজের সাথে একত্রে দেশে তাদের স্মার্টফোন এবং এআইওটি পণ্যের পোর্টফলিও আরও সম্প্রসারিত করবে।’
আরও পড়ুনঃ দারাজের সাথে বিখ্যাত ব্র্যান্ড মনস্টারের চুক্তি
দারাজ গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার ইয়ান ফিলিপ পোয়েটার বলেন, ‘বিশেষ করে তরুণ প্রজন্মকে কেন্দ্র করে, ই-কমার্স দক্ষিণ এশিয়ায় যেসকল সুযোগ তৈরি করেছে, রিয়েলমি সেসবের পূর্ণ সুযোগ গ্রহণ করছে দেখে আমি অত্যন্ত আনন্দিত। এই অঞ্চলের শীর্ষস্থানীয় মোবাইল এবং ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার পথে রিয়েলমি যে সাফল্যগাঁথা তৈরি করেছে তা দেখে ভাল লাগছে। নিরবচ্ছিন্ন অংশীদারিত্বের মাধ্যমে, আমরা একসাথে নতুন উচ্চতায় পৌঁছাতে পারব বলে আশা করছি।’
উল্লেখ্য, স্থানীয় বাজারে দারাজে গত ৬ বছরে অন্য যেকোন স্মার্টফোনের তুলনায় রিয়েলমি সর্বোচ্চ বিক্রি হয়েছে।