এই চুক্তির ফলে বিশেষ করে শিপমেন্ট ফ্লোতে যেমন নিশ্চিত হবে ‘এন্ড টু এন্ড’ মানসম্মত লজিস্টিক সেবা তেমনি ডিজিটাল সেবার মাধ্যমে সাপ্লাই চেইনে দূর হবে প্রতিবন্ধকতা।
আরও পড়ুন:সোনালী ব্যাংকের গ্রাহকরা এখন বিকাশে লেনদেন করতে পারবেন
চুক্তি স্বাক্ষর সেবা এগ্রোটেক এন্ড সিডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী বোরহান আমিন এবং অ্যাসিসট্যান্ট ম্যানেজার সঞ্জীব কুমার সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:শিক্ষাপ্রতিষ্ঠানের ফি বিকাশ করলেই ক্যাশব্যাক
এছাড়া সহজের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার সগীর আহমেদ রবিন, সিনিয়র অপারেশন ম্যানেজার ওবায়দুল হক রনি, অপারেশন ম্যানেজার আল-আমিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার- সেলস টুটুল মজুমদার প্রমখ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:বিকাশ পেমেন্টে ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক
সহজ ট্রাকের সাথে এই চুক্তি সাপ্লাই চেইনে আরও দৃঢ়তা আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেবা এগ্রোটেক এন্ড সিডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর কাজী বোরহার আমিন।