বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই আইকন টাওয়ারে হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা পিপিই ও মাস্ক গ্রহণ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
দেশের ব্যবসায়ীদের এ শীর্ষ সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটসহ (আইইডিসিআর) অন্যান্য হাসপাতালেও এসব সামগ্রী দেবে।
সেই সাথে সংগঠনটির অবিরাম প্রচেষ্টার অংশ হিসেবে তাদের ৬৪ জেলা চেম্বারের মাধ্যমে সব জেলা ও মেডিকেল কলেজ হাসপাতালে সরঞ্জাম দেয়া হবে। হাসপাতালগুলোর চিকিৎসক, নার্স ও অন্য সেবাদানকারী কর্মীরা পিপিই পাবেন।
এফবিসিসিআই পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়, বাংলাদেশ ব্যাংক এবং চট্টগ্রাম সমুদ্রবন্দর ও বিমানবন্দরে এনবিআর কমিশনারের কার্যালয়ের জরুরি সেবা কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করবে।
টেলিভিশন চ্যানেলগুলোর রিপোর্টার ও ক্যামেরা পার্সন এবং অন্যান্য মিডিয়া হাউজের সাংবাদিকরাও এফবিসিসিআই থেকে মাস্ক পাবেন।