তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন যে তারা সরকারবিরোধী আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাসের হুকুমদাতা ও নির্মমতার জন্য দায়ী।
বুধবার (১২ জুলাই) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানবাধিকার লঙ্ঘন, নৈরাজ্য ও মানুষ পোড়ানোর ঘটনায় সন্ত্রাসী ও হুকুমদাতাদের বিচারের দাবিতে এক মানববন্ধন থেকে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ২০১৩, ২০১৪, ২০১৫ সালে আন্দোলনের নামে বাংলাদেশের সাধারণ মানুষ যারা জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছিল তাদের উপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল, বোমা হামলা করা হয়েছিল। এই নির্মমতার জন্য দায়ী বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, মির্জা ফখরুলসহ আজ যারা লম্বা লম্বা বড় বড় কথা বলে, আজ যারা বিকেল বেলা সমাবেশ করবে তারা সবাই হুকুমদাতা ও নির্মমতার জন্য দায়ী।
তিনি বলেন, আজকে আমার বামপাশে জিয়াউর রহমানের নির্মমতার যারা শিকার তারা দাঁড়িয়েছে আর ডানপাশে বিএনপি নেতাদের নির্মমতার যারা শিকার তারা দাঁড়িয়েছে। আজ তারা প্রধানমন্ত্রীর কাছে বিচারের দাবি জানাচ্ছে। ইনশাআল্লাহ তাদের বিচার হবে।
মানববন্ধনে অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. নিজামুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জিনাত হুদা।
আরও পড়ুন: বিএনপির ‘এক দফা’ কোনো গুরুত্ববহন করে না: তথ্যমন্ত্রী
বিএনপিকে তো সংলাপে ডাকা হয়নি: তথ্যমন্ত্রী
তত্ত্বাধায়ক সরকার নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের প্রশ্নই ওঠে না: তথ্যমন্ত্রী