আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি যদি অবরোধের মতো সরকারবিরোধী কর্মসূচি পালন করে, তাহলে ক্ষমতাসীন দল বিএনপিকে 'অবরুদ্ধ' করবে।
তিনি বলেন, ‘যারা অবরোধ আরোপ করে তারাই সাধারণ মানুষের জন্য বাধা। আমেরিকানরা তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় তাও আমরা দেখব।’
বুধবার(১৮ অক্টোবর) বায়তুল মোকারমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত 'শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'আমিও একটা বার্তা দিচ্ছি। শেষ বার্তা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী নির্বাচনে নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রী হবেন। শেখ হাসিনা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও প্রধানমন্ত্রী হবেন।
আরও পড়ুন: ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে মানুষের ঢল
পদত্যাগের বিষয়ে বিএনপির হুঁশিয়ারির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শেখ হাসিনা কি পদত্যাগ করবেন? না...।’
ওবায়দুল কাদের শেখ হাসিনাকে বাংলাদেশের 'ম্যাজিক লিডার' হিসেবে আখ্যায়িত করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা উত্তেজিত হচ্ছেন। কারণ পশ্চিমারা উৎসাহ দিচ্ছে। মির্জা ফখরুল সাহেব, বিশ্বের পরিস্থিতি ভালো নয়।’
তিান আরও বলেন, ‘তাদের পক্ষে নিজেদের দেশ সামলানো কঠিন। তারা কি তাদের দেশ পরিচালনা করবে নাকি আপনাকে উৎসাহিত করবে? উৎসাহের দিন শেষ হয়ে গেছে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেখ রাসেলকে সম্মান জানাতে ১৫ আগস্টের অপরাধীদের শাস্তি হওয়া দরকার: তথ্যমন্ত্রী