তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন ও বিচারের আওতায় আনা হলে শেখ রাসেল ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের অন্য শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা আরও পূর্ণতা পাবে।
বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ রাসেলসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: যুদ্ধের নামে ফিলিস্তিনিদের জিম্মি করা কখনো সমীচীন নয়: তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘আজ শহীদ শেখ রাসেলের জন্মদিনে তার আত্মার মাগফিরাত কামনা করছি।’
তিনি বলেন, বঙ্গবন্ধুর বায়োপিক এখন সিনেমা হলে প্রদর্শন করা হচ্ছে। দেখবেন গণহত্যার সময় বাড়ির সিঁড়ির নিচে আশ্রয় নেওয়া শেখ রাসেলকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন শেখ রাসেল বলেছিল, ‘আমি আমার মায়ের কাছে যেতে চাই।’
তথ্যমন্ত্রী বলেন, ঘাতকরা তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের লাশের কাছে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। অর্থাৎ সেদিন খুনিরা কতটা নৃশংস ছিল, এই হত্যাকাণ্ড তারই প্রমাণ।
তিনি বলেন, ‘দুঃখের বিষয় হলো, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৫ আগস্ট সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অন্যতম প্রধান হোতা। তারা হত্যার রাজনীতি চালিয়ে যাচ্ছে, যার মাধ্যমে তারা আবির্ভূত হয়েছে।’
আরও পড়ুন: দেশ ও সমাজ বিনির্মাণে গণমাধ্যম অনবদ্য ভূমিকা পালন করতে পারে: তথ্যমন্ত্রী
নির্বাচন এলেই সাম্প্রদায়িক অপশক্তি ফণা তোলার অপচেষ্টা চালায়: তথ্যমন্ত্রী